Lachi Poddar Kalibari
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: অতি প্রাচীন শহরের হবিবপুরের লছি পোদ্দার কালীবাড়ির কালীপুজো। প্রায় চার শতাধিক বছরের এই পুজো মেদিনীপুর জেলা বাসীর কাছে ধাপে ধাপে অর্জন করেছে খ্যাতি। কথিত আছে পুজোর প্রতিষ্ঠাতা লক্ষ্মী নারায়ণ দে একদিন স্বপ্নাদেশ পান এই পুজোর সূচনার । দিন কয়েক পরেই মধ্যরাতে লক্ষ্মীনারায়ণ দের কানে ভেসে আসে নূপুর পরিহিতা মহিলা বাড়ির মধ্যে বিচরণ করছেন । স্বপ্নাদেশে বলা হয় নূপুরের শব্দ যেখানে গিয়ে বন্ধ হবে সেখানে মায়ের মন্দির প্রতিষ্ঠা করতে হবে ।
আরও পড়ুন:– কম শব্দবাজির দাপট, আলোর রোশনাই মেতে উঠল মেদিনীপুর জেলাবাসী
আরও পড়ুন:– দাসপুরে প্রাকৃতিক দুর্যোগে মৃতের পরিবারকে আর্থিক সাহায্য মহকুমা শাসকের
সেই আদেশ অনুযায়ী সূচনা হয় এ পুজোর । তবে লছি পোদ্দার নাম হয় লক্ষ্মী নারায়ণ দের নামের অংশ থেকেই। শোনা যায় লক্ষ্মী থেকে লছমি এবং লছমি থেকে লছি । তিনি পোদ্দারি করতেন তার থেকে পুজোর নাম হয় লছি পোদ্দার কালী বাড়ির পুজো। পুজোতে হয় পরম্পরা অনুযায়ী বিভিন্ন সবজি বলি । দশমীর দিন থেকে সূচনা হয় পূজানুষ্ঠানের । এখনো প্রথা অনুযায়ী একটি অবিবাহিতা মেয়ের সারা বছরের ভোজনের পরিমাণ স্বরূপ ১০৮ কেজি চাল উৎসর্গ করা হয়। বংশানুক্রমে বর্তমানে এই পুজো করছেন বংশের ছয়জন উত্তরসূরি বা সেবাইত । পরিবারের অন্যতম সেবায়েত অভিজিৎ দে জানান, পুজোর আচার নিয়ম কোনো পরিবর্তন হয়নি ।
আরও পড়ুন:– মহারাষ্ট্র থেকে বাংলাদেশ প্রায় ৩০০০ কিমি সদভবনা যাত্রা ‘স্নেহালয়ে’-র
আরও পড়ুন:– দুই মেদিনীপুরে প্রায় সাড়ে ৩ কুইন্ট্যালেরও বেশী নিষিদ্ধ বাজি উদ্ধার, পশ্চিম মেদিনীপুরে গ্রেফতার ৫৩
তবে কোভিড বিধিনিষেধের মধ্যে কিছু অনুষ্ঠান কাটছাঁট করতে হয়েছে। যেমন মেদিনীপুরে লছি পোদ্দার কালীবাড়ির পুজোর নিরঞ্জন দেখার জন্য মুখিয়ে থাকেন অসংখ্য মানুষ। কিন্তু কোভিড বিধিনিষেধের জন্য গত বছর থেকে বন্ধ করা হয়েছে পুরোনো প্রথা অনুযায়ী গরুর গাড়িতে নিরঞ্জন । পুজোর একদিন আগে থেকেই পুজোকে ঘিরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হতো । সেগুলো বন্ধ রাখতে হয়েছে। কিন্তু পুজোর নিয়মে কোনো পরিবর্তন করা হয়নি । তবে মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এবারও মন্দিরের বাইরে লাগানো এলইডি তেই দর্শন করতে হয় প্রতিমা ।
আরও পড়ুন:– দীপাবলিতে হুলার আগুন নিয়েই হাতি তাড়াতে ব্যস্ত মেদিনীপুর সদরের বাসিন্দারা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Lachi Poddar Kalibari
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: Kali puja of Lachi Poddar Kalibari in Habibpur, a very ancient in the city. This puja of more than four hundred years has gradually gained fame among the people of the Medinipur district. It is said that Lakshmi Narayan Dey, the founder of Pujo, got a dream order one day at the beginning of this Pujo. A few days later, at midnight, Laxminarayan heard that a woman wearing an anklet was walking around the house. In the dream order, it is said that the temple of the mother should be established where the sound of anklets will stop.
The puja is started according to that order. However, the name of Lachhi Poddar is derived from the part of Lakshmi Narayan’s name. It can be heard from Lakshmi to Lachhmi and from Lachhmi to Lachhi. The name of the pujo is derived from the puja of Lachi Poddar Kali Bari. Pujo is a variety of vegetables according to tradition. The ritual starts from the tenth day. It is still customary for an unmarried girl to consume 108 kg of rice as an annual meal. Six descendants or sebaitas of the dynasty are currently performing this puja. Abhijit Dey, one of the servants of the family, said that the rules of Pujo have not changed.
However, some ceremonies have had to be cut due to the Covid restrictions. For example, in Medinipur, innumerable people come to see the puja Niranjan of Lachi Poddar Kalibari. But due to the Covid restrictions, Niranjan in bullock carts has been discontinued since last year as per the old custom. A day before Pujo, various ceremonies were organized around Pujo. They had to be shut down. But no change has been made in Pujo’s rules. However, entry to the mandapa has been banned. Once again, the idol has to be seen on the LED installed outside the temple.