Cancer
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: জনজীবনের ব্যস্ততায় নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা আমাদের যেন ক্রমেই বাড়ছে। অসংক্রমিত রোগ যেমন- ডায়াবেটিস ও ক্যান্সারের মতো রোগগুলো বেড়ে চলছে। এক সময় দেখা যেত, বয়স বাড়লে ক্যান্সারের ঝুঁকি বাড়ে, কিন্তু এখন যে কোনো বয়সে নানা জটিল রোগে আক্রান্তের ঘটনা ঘটছে। ক্যান্সার রোগীর সংখ্যা অস্বাভাবিক হারে বাড়ছে, আর ক্যান্সারের মধ্যে মুখের ক্যান্সার অন্যতম। ব্যক্তিগত পর্যায় থেকে সবাই যদি নিজেদের সচেতন রাখি, ক্যান্সারের কারণ ও প্রতিকার সম্পর্কে জানি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে উৎসাহিত হই, সঠিক সময়ে যথাযথ স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসা নেই, তাহলেই এর ভয়াবহতা অনেকাংশে কমবে।
আরও পড়ুন:- দিঘায় মৎস্যজীবীদের জালে কোটি টাকার মাছ! ভিড় উৎসুক পর্যটকদের
আরও পড়ুন:- শালবনীতে সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ শতাধিক কর্মীর
মুখের ক্যান্সারকে যারা পুষে রাখে, তাদের মধ্যকার বড় অংশের পরিণতি ভয়াবহ হয়ে ওঠে। তবে গ্রাম বাংলার মানুষদের মনে এখন ক্যান্সার নিয়ে নয়া ভ্রুকুটি দেখা দিয়েছে, ক্যান্সার হলে নাকি বাঁচার কোন আসা নেই। তবে এই কথার পুরো উল্টো ছবি দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলায়। এই জেলার এগরা শহরের ও এস জি ল্যাপারোস্কপিক হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে টানা ৮ ঘন্টা অপারেশন হল তমলুক শহরের এক যুবকের। উল্লেখ্য, মুখের ক্যান্সার নিয়ে তমলুকের এক বছর ৪০ এর যুবক মঙ্গলবার ভর্তি হয় এই বেসরকারি হাসপাতালে। সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষে আজ সকাল ৯টা থেকে বিকেল ৪ পর্যন্ত টানা অপারেশন চলে আই সি ইউ যুক্ত এই হাসপাতালের মডিউলার ও টি তে।
আরও পড়ুন:- কৃষি আইন বাতিলের দাবিতে পশ্চিম মেদিনীপুরে কিষাণ জাঠা
আরও পড়ুন:- করোনায় রাশ টানতে ফের পশ্চিম মেদিনীপুরের ১২ টি এলাকায় মাইক্রো কনটেইনমেন্ট জোন
দুই প্রধান শল্য চিকিৎসকের সঙ্গে ছিলেন ইএনটি সার্জেন ডা: সুদীপ্ত আসে, প্লাস্টিক সার্জারি সার্জেন ডা: দেবব্রত মাইতি ও অভিষেক রাজ, এনেসথেসিস্ট দীপ্ত দাস প্রমুখ। নিয়ম নিয়মিত খৈনি খাওয়া থেকে এমন ক্যান্সার হ বলে জানান চিকিৎসক দল। একটি ছোট শহরে একদল চিকিৎসক দের নিয়ে জটিল ও দীর্ঘ সময়ের এমন অপারেশনে গর্বিত এগরাবাসী । এবিষয়ে ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ডঃ স্বরুপজিৎ ঘাটা বলেন , এগরার মতো ছোট একটি মহকুমার শহরে প্রথম এই ধরনের ক্যান্সারে অপারেশন সম্পন্ন করতে পেরে খুবই আনন্দিত। এই চিকিৎসাকে ডাক্তারী পরিভাষায় বলা হয় Ride Siden Bakkal Mikoza Commando Operation ( রাইড সাইডেন বাক্কাল মিকোজা কমান্ডো অপারেশন)।
আরও পড়ুন:- গোপীবল্লভপুরের চোরচিতায় ১০ ফুটের অজগর সাপ, ব্যাপক চাঞ্চল্য
তমলুক পাশ্ববর্তী এলাকার এই রোগীর ডানদিকের চোয়াল, গালের মাংস, গলার গ্ল্যান্ড বাদ দিতে হয়েছে, বুকের মাংস নিয়ে মুখের ক্ষতস্থান পূরণ করা গেছে। বামদিকের থাই থেকে চামড়া এনে বুকের অংশে প্প্লাসটি সার্জারীতে পূরণ করা হয়েছে,বসানো হয়েছে অস্থায়ী শ্বাসনালী। বর্তমান রোগী সুস্থ্য। টানা এই অপারেশনে ছয় সদস্যের এক চিকিৎসক দল এই অপারেশন কার্য সম্পন্ন করেন। এই অপারেশনগুলি এখন ক্যান্সারের বড় বড় হাসপাতালগুলিতে করা হয়।
আরও পড়ুন:- ঝাড়গ্রামের পুকুরিয়া-পিন্ডরা রাস্তা সংস্কার না হওয়ায় গ্রামবাসীদের পথ অবরোধ
কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় ওপেন সার্জারীর মাধ্যমে এই অপারেশন এর আগে কেউ করেছে বলে জানা নেই দাবি চিকিৎসকের। তবে অপারেশন-পরবর্তী সময়ে রোগীর ব্যথা অনেক কম হয় এবং রোগীকে অনেক তাড়াতাড়ি ছুটি দেওয়া যায় বলে জানিয়েছেন চিকিৎসক। তবে শরীর থেকে ক্যান্সার বাদ গেলেও তার বাদ দেওয়া অংশের বায়োপ্সির পর পরবর্তী ক্যান্সারের চিকিৎসা চালানো হবে জানিয়েছেন চিকিৎসক।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Cancer
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: In the busyness of public life, neglect of our own health seems to be increasing. Non-communicable diseases such as diabetes and cancer are on the rise. At one time it was seen that the risk of cancer increases with age, but now at any age there are cases of various complex diseases. The number of cancer patients is increasing at an abnormal rate, and oral cancer is one of the most common cancers. If everyone is aware of the causes and remedies of cancer from the personal level, if we are encouraged to diagnose the disease at an early stage, if there is no treatment from the right health center at the right time, then its severity will be greatly reduced.
The consequences for a large number of people who develop oral cancer are devastating. However, a new frown has appeared in the minds of the people of rural Bengal about cancer, if there is cancer, there is no way to survive. However, the opposite picture was seen in East Midnapore district. The 7-hour operation was carried out by a young man from Tamluk town in Egra town and SG Laparoscopic Hospital and Diagnostic Center in the district. It is to be mentioned that a 40-year-old man from Tamluk was admitted to this private hospital on Tuesday with oral cancer. After all the tests, the operation continued from 9 am to 4 pm today in the modular OT of this hospital with ICU.
ENT Surgeon Dr. Sudipta Ase, Plastic Surgery Surgeons Dr. Debabrata Maiti and Abhishek Raj, Anesthesiologist Dipta Das and others were with the two Chief Surgeons. The medical team said that such cancer is caused by eating khaini regularly. As a result, Egra residents are proud of such a complex and long-running operation with a group of doctors in a small town. After that, Swarupjit Ghata, a cancer specialist, said, “I am very happy to be the first to perform such a cancer operation in a small subdivision town like Agra. This treatment is called Ride Siden Bakkal Mikoza Commando Operation.
For this reason, the right jaw, cheekbone, throat gland of this patient in the vicinity of Tamluk had to be removed, the wound of the mouth was filled with the flesh of the chest. Because of that, the pulps have been surgically filled in by bringing skin from the left Thai, and a temporary trachea has been placed. The current patient is healthy. A six-member medical team performed the operation. These operations are now performed in major cancer hospitals.
But the doctors claim that no one has done this operation before through open surgery in East Midnapore district. However, the patient’s pain is much less in the post-operative period and the patient can be discharged much sooner, the doctor said. However, even if the cancer is removed from the body, the next cancer will be treated after the biopsy of the removed part, the doctor said.