Operation Service
ওয়েব ডেস্ক , বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: দীর্ঘ দেড় বছরের বেশি সময় পর আবার অপারেশনের চিকিৎসা পরিষেবা চালু হলো শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে। করোনার প্রথম ঢেউ আছড়ে পড়ার পর থেকে শালবনীর ওই হাসপাতালটি কোভিড হাসপাতাল করে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতর। করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ নিম্নমুখী হওয়ার পর সাধারণ চিকিৎসা শুরু হয়েছিল মাস কয়েক আগে। তখনও শুরু হয় নি গর্ভবতী মহিলার সিজার বা চক্ষু অপারেশন। মঙ্গলবার থেকে সেই পরিষেবা শুরু হলো।
আরও পড়ুন:- বিজেপি প্রধানের বিরুদ্ধে বিক্ষোভের জেরে পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে জখম ৫
আরও পড়ুন:- পাস করেও দীর্ঘ ২৪ বছর পর পশ্চিম মেদিনীপুরে ১১ জন পেলেন প্রাথমিকে নিয়োগপত্র, দুষলেন সিপিএমকে
আরও পড়ুন:- স্বাস্থ্য সংগঠনের জেলা সম্মেলন মেদিনীপুরে, উঠে এল ‘অজানা জ্বরের’ বিষয়
এদিন শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের বিএমওএইচ ডাঃ মনোজিৎ বিশ্বাসের তত্ত্বাবধানে শুরু হয় গর্ভবতী মহিলাদের সিজার, লাইগেশন ও চক্ষু অপারেশন। একজন মহিলার সিজার ও সাত জনের লাইগেশন অপারেশন করেন ডাঃ আরন্যিকা মাইতি। দশ জনের চক্ষু অপারেশন করেন ডাঃ অভিক দে সরকার। বিএমওএইচ ডাঃ মনোজিৎ বিশ্বাস বলেন, আগামীদিনে এই পরিষেবা সাধারণ মানুষের জন্য চালু থাকবে।
আরও পড়ুন:- কৃষক হত্যার প্রতিবাদ পশ্চিম মেদিনীপুরে, পোড়ানো হল প্রধানমন্ত্রীর কুশপুতুল
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরের চাঁদড়া গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান পদে অনাস্থা ভোটে জয়ী তৃণমূল
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Operation Service
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: After more than a year and a half, the medical service of operation was started again at Salboni Super Specialty Hospital. The West Midnapore District Health Department has turned the hospital into a coveted hospital since the first wave of corona struck. General treatment began a few months ago after the second wave of corona infection subsided. The cesarean section or eye surgery of the pregnant woman has not started yet. That service started on Tuesday.
Caesar, ligation and eye surgery of pregnant women started on this day under the supervision of Dr. Manojit Biswas, BMOH, Salboni Super Specialty Hospital. Dr. Arnika Maiti performed a cesarean section on one woman and a ligation operation on seven others. Dr. Avic De Sarkar performed eye surgery on ten people. BMOH Dr. Manojit Biswas said the service would be available to the general public in the future.