Elephant
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: কংসাবতী নদীর জলে পাঁচ ঘন্টা ভেসে থাকল ১৪ টি হাতির একটি পাল। শুক্রবার এমনই ঘটনার সাক্ষী থাকল মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া ও ঝাড়গ্রামের বৈদা এলাকার মানুষজন। জানা গিয়েছে, দেড় মাস ধরে ঝাড়গ্রাম এলাকায় বিভিন্ন পালে ভাগ হয়ে দাপিয়ে বেড়িয়েছে শতাধিক হাতি। বৃহস্পতিবার রাতে ১৪ টি হাতির একটি পালকে তাড়িয়ে কংসাবতী নদী পার করে মেদিনীপুর সদরের চাঁদড়াতে পাঠানোর চেষ্টা করে হুলা পার্টির লোকজন। কিন্তু শেষ পর্যন্ত তা সক্ষম হয়ে উঠেনি। হাতির পাল ভোর তিনটা নাগাদ বৈদা গ্রাম দিয়ে কংসাবতী নদীতে নামার পর অপর প্রান্তে চাঁদড়ার কুন্ডলবনি, চাঁইপুর সহ বিভিন্ন এলাকার মানুষজন বুঝতে পেরে চিৎকার শুরু করেন।
আরও পড়ুন:- বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে কেশপুরে স্থানীয়দের ক্ষোভের মুখে শিউলি সাহা
আরও পড়ুন:- কেলেঘাই’র বাঁধ ভেঙে ভাসছে পটাশপুর, জলবন্দীদের উদ্ধারে NDRF
দুই প্রান্তের মানুষজনের ঘেরাটোপে পড়ে যায় হাতির পাল। জল বেশি থাকায় হাতির পালও নদী পেরোতে চাইছে না। এইভাবে সকাল ৮.৩০ টা পর্যন্ত নদীর জলে ভেসে রইল। পরে পুনরায় ঝাড়গ্রামের সাতপাটির জঙ্গলে ফিরে যায়। অন্যদিকে বৃহস্পতিবার রাতে ঝাড়গ্রামের বালিভাষা এলাকায় ভেঙে তছনছ করে দিল একাধিক বাড়ি। ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খাবারের খোঁজে বাড়ির দেওয়াল ও ছাউনি ভেঙে ফেলে বালিভাষার বাদিনা গ্ৰামে দাঁতাল বাহিনী।
আরও পড়ুন:- জল দুর্ভোগ পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে, শহরে জল কমলেও আতঙ্ক অব্যাহত গ্রামীণে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Elephant
Web Desk, Biplabi Sabyasachi online paper: A herd of 14 elephants floated in the waters of Kangsabati river for five hours. People of Chandra and Baida areas of Jhargram in Midnapore Sadar block witnessed such incidents on Friday. It has learned that over a month and a half, more than a hundred elephants have divided into different herds in Jhargram area. On Thursday night, a herd of 14 elephants chased by the people of Hula Party who tried to cross the Kangsavati river and send it to Chandra in Medinipur Sadar. But in the end it did not work out. After the elephant herd descended into the Kangsavati river through Baida village at around 3 am, people from different areas including Chandra Kundalbani and Chaipur at the other end started screaming.
The herd of elephants fell in the circle of people on both sides. As a result Elephant herds do not want to cross the river as there is more water. Thus it remained floating in the river till 8.30 am. Later he went back to the forest of Satpati in Jhargram. On the other hand, several houses were demolished in Balibhasha area of Jhargram on Thursday night. There is widespread panic in the area. In search of food, the walls and tents of the house were torn down by the elephent forces in Badina village of Bali language.