ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: ঝাড়গ্রাম পৌর এলাকার বিভিন্ন বাড়িতে ঢুকছে জল। রাজ্য সড়কের উপরেও এক হাঁটু জল। আজ বুধবার সকাল নাগাদ নিকাশি ব্যবস্থার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা । একটানা প্রবল বৃষ্টিতে শহরের জনজীবন একেবারে স্তব্ধ। ঝাড়গ্রাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বেশকিছু বাড়িতে বৃষ্টির জল ঢুকে পড়েছে। ভেঙে পড়েছে বেশ কয়েকটি মাটির বাড়ি।পৌরসভার নিকাশি ব্যবস্থা ঠিক না থাকায় সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা । তাদের অভিযোগ, বারবার পৌরসভা কর্তৃপক্ষকে জানিয়ে কোনো লাভ হয়নি। বুধবার ভোর রাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে।বৃষ্টি বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি।
আরও পড়ুন:- টানা বৃষ্টিতে বিপর্যস্ত ঝাড়গ্রাম, জলমগ্ন একাধিক পৌর এলাকা
আরও পড়ুন:- বাড়িতে ঢুকেছে জল, নিকাশি নালার দাবিতে পথ অবরোধ পশ্চিম মেদিনীপুরে
যার ফলে কার্যত জলবন্দি অবস্থায় দিন কাটাতে হচ্ছে ঝাড়গ্রাম শহরের বাসিন্দাদের। তাই ঝাড়গ্রাম পৌরসভার রঘুনাথপুর এলাকায় আর বি এম হাইস্কুলের সামনে পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখা এলাকার স্থানীয় বাসিন্দারা। ৫ নম্বর রাজ্য সড়কের উপর দিয়ে বইছে জল। পথ অবরোধ করে বিক্ষোভ দেখানোর ফলে এদিন সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঝাড়গ্রাম থানার পুলিশ আধিকারিক ও কর্মীরা।
Drainage System
আরও পড়ুন:- রাস্তায় জল, বন্ধ পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ী- খড়্গপুর যাতায়াত, ভেসে গেল বিশ্বকর্মার প্রতিমা
পুলিশ অবরোধকারীদের সাথে কথা বলার চেষ্টা করলেও অবরোধকারীদের দাবি পৌরসভার আধিকারিকরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখুন। যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে পৌর এলাকার আরো বহু বাড়িতে ঢুকে যাওয়ার আশঙ্কা করছেন পৌরসভার বাসিন্দারা। ঝাড়গ্রাম পৌরসভা ১৪,১২,১৩,১০,১১,১৬,১৭ ,১৮ নম্বর ওয়ার্ডের বেশকিছু বাড়িতে জল ঢুকে পড়ে। তবে পথ অবরোধ কে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।পরে প্রশাসনের আশ্বাসে পথ অবরোধ তুলে নেওয়া হয় বলে জানা গিয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Drainage System
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: Water is entering various houses in Jhargram municipal area. One knee of water is also on the state road. Locals blocked the road on Wednesday morning demanding drainage system. Public life in the city came to a complete standstill due to continuous heavy rains. Several houses in different wards of Jhargram Municipality have been flooded with rain water. Several mud houses have collapsed. Residents of the area are facing problems as the drainage system of the municipality is not working properly. They complained that there was no benefit in repeatedly informing the municipal authorities. Heavy rain has started from early morning on Wednesday. There were no signs of rain stopping.
As a result, the residents of Jhargram city have to spend their days in virtually waterlogged condition. That is why the local residents of Raghunathpur area of Jhargram Municipality blocked State Road No. 5 in front of RBM High School. Water is flowing on State Road No. 5. As a result of the blockade, all traffic was stopped on this day. Police officers and staff of Jhargram police station went to the spot after receiving the news.
Police tried to talk to the blockaders but the blockers demanded that municipal officials come to the spot and investigate the situation. The residents of the municipality are fearing that many more houses in the municipal area will be flooded due to the rain. Several houses in wards 14, 12, 13, 10, 11, 16, 17 and 18 of Jhargram municipality flooded. However, the road blockade caused a lot of tension in the area. Later, it was learned that the road blockade was lifted with the assurance of the administration.