President Award
পত্রিকা প্রতিনিধি: এবার পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) সবংয়ের (Sabang) মাটিতে জোড়া রাষ্ট্রপতি (President) পুরস্কার (Award) পেতে চলেছেন দুই গৌরী দেবী (Gouri Devi)। একজন গৌরী জানা (Gouri Jana), অন্যজন গৌরী দাস (Gouri Das)। এঁরা সবং থানার অন্তর্গত ৫ নম্বর সারতা (Sarata) গ্রামের দুই গৃহবধূ। বর্তমানে কর্মসূত্রে একজন থাকেন বালিচকে (Balichak)। যদিও তাঁর নিজের বাড়ি সারতা গ্রামেই। শুক্রবার রাজ্যের জলসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী মানস ভূঞ্যার (Manas Bhunia) পক্ষ থেকে দুই মাদুর শিল্পীকে (Mat Artist) সংবর্ধনা জানানো হয়। খড়্গপুর (Kharagpur) মহকুমার মহকুমাশাসক আজমল হোসেন (Ajmal Hosen), ডেবরার (Debra) সি আই (C.I) কৃষ্ণেন্দু হোতা (Krishnendu Hota), সবং থানার ওসি (O.C) সুব্রত বিশ্বাস (Subrata Biswas) , বিডিও (B.D.O) তুহিন শুভ্র মহান্তি (Tuhin Subhra Mahanti)প্রমুখ উপস্থিত ছিলেন। তাঁদের হাতে শাড়ি, ফুল, মুখ্যমন্ত্রীর ছবি, মিষ্টি, উত্তরীয় তুলে দেন মানসবাবু।
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে গ্রেফতার হওয়া ভুয়ো সাংবাদিককে তিন দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের
আরও পড়ুন:- আজকের রাশিফল – ২২ আগষ্ট ২০২১, বাঃ – ০৫ ভাদ্র ১৪২৮
তিনি মাদুর শিল্প এবং সবংয়ের নানা ঐতিহ্য তুলে ধরে বলেন, মাদুরের জন্য সবং আজকে ভারতবর্ষের মানচিত্রে উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠিত। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী সবংয়ে মাদুর হাবের কথা ঘোষণা করেছেন। তার কাজ চলছে। প্রতি বছরে ৬০০ কোটি থেকে ৬৫০ কোটি টাকার মাদুরের ব্যবসা হ্য সবংয়ে। এতবড় শিল্প যেখানে সবংয়ের প্রতিটি মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন।
আরও পড়ুন:- Google অ্যাপের ফ্রি কোচিং পরীক্ষায় নজরকাড়া সাফল্য মহিষাদলের শৌভিকের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
President Award
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore