Overnight millionaire
আরও পড়ুন ঃ– অধিকারী পরিবারে বাড়ল কেন্দ্রীয় নিরাপত্তা, Z প্লাস নিরাপত্তা পেল সৌমেন্দু
পত্রিকা প্রতিনিধিঃ রাতারাতি কোটিপতি।অবিশ্বাস্য হলেও এটাই সত্যি ঘটনা। হঠাৎ কোটিপতি হয়ে একদিকে যেমন আনন্দ আর খুশিতে তাঁর মন ভরেছে। অন্যদিকে আবার ভয় আর আতংকও তাঁকে তাড়া করে বেড়াচ্ছে। কল্পনা তেও ভাবতে পারেননি এমন ঘটনা ঘটে যাবে। তবে এখানেই মানতে হয় ভাগ্যে থাকলে কে বা আটকায়। লটারি জিতে যে এভাবে রাতারাতি কোটিপতি হয়ে যাবে, সেটা ভাবেনি কখনো।এমনই ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার খেজুরীর(Khejuri) বটতলার(Battala) বাসিন্দা মধ্যবিত্ত পরিবারের ছেলে শান্তনু মন্ডলের(Shantanu Mondal) সাথে। উল্লেখ্য, বাড়ির চাষবাস দেখভাল করল বছর একুশের শান্তনু। তবে পাড়া প্রতিবেশী বন্ধুদের দেখে লটারি কাটার নেশা তৈরি তার। সেই মতো
দেড়শ টাকার একটা টিকিট কেটেই ডিয়ার লটারি (Dear Lottery)প্রতিযোগিতায় এক কোটি টাকার প্রথম পুরস্কার অর্জন করেন শান্তনু।
আরও পড়ুন ঃ– তৃণমূল না করলে মিলছে না ত্রাণ! অভিযোগ পশ্চিম মেদিনীপুরের চাঁদড়া গ্রাম পঞ্চায়েতে
তবে এই পাওয়ার পরেই বেজায় খুশি পরিবারের লোকজন ও বন্ধুরা, তবে এই খুশির আনন্দে পরিবারে দেখা দেয় আতঙ্ক। এক কোটি টাকা জয়ের পর শান্তনু সটাং খেজুরির তালপাটিঘাট (Talpatighat)কোস্টাল (Coastal)থানার পুলিশের দ্বারস্থ হয়।এরপর পুরো ঘটনাটি থানায় জানিয়ে শান্তনু গতকাল থানাতেই রাত কাটায়।পুলিশের পক্ষ থেকে তাঁর বাড়িতে পাহারার ব্যবস্থা দেওয়া হচ্ছে।তবে পরিবারের লোকজনের দাবি হঠাৎ করে যেমন কোটি টাকা লেগে যাওয়ায় তারা খুব খুশি তেমনি তাদের আতঙ্কও বেড়েছে। তবে আচমকাই এত টাকা করবে কি? এই প্রশ্নের উত্তরে তার বক্তব্য , আমি ভাবতেও পারিনি, আমি এক কোটি টাকা পুরষ্কার অর্জন করতে পারবো। তবে প্রথমে শুনে অবাক হলেও পরে খুব আনন্দিত হয়েছি। তবে এই টাকা দিয়ে আগামী দিনে এই টাকার কিছু অংশ দিয়ে সমাজের উন্নয়নে কাজে লাগাবে বলে জানান তিনি।
আরও পড়ুন ঃ– স্কুল-কলেজ খোলার দাবিতে পশ্চিম মেদিনীপুরে রাস্তায় পঠন-পাঠন SFI-এর
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Overnight millionaire
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore