Home
আরও পড়ুন ঃ– করোনার তৃতীয় ঢেউ এলে কিভাবে খোলা সম্ভব স্কুল-কলেজ! পুজোর পর নয়, এখনই খোলা হোক মেদিনীপুরে দাবি অধ্যাপকদের
পত্রিকা প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুরের(Paschim Medinipur) কেশপুরের(Keshpur) পর এবার ডেবরাতে(Debra) হুড়মুড়িয়ে ভেঙে পড়লো দোতালা মাটির বাড়ি। আতঙ্কিত বাড়ির সদস্যরা। ঘটনাটি মঙ্গলবার ডেবরা (Debra) ব্লকের ২ নং ভরতপুর (Bharatpur)অঞ্চলের জগন্নাথপুর (Jagannathpur)গ্রামের। সেক আবদুল করিম(Abdul Karim) নামে এক ব্যক্তির এই দোতালা মাটির বাড়িটি। কয়েকদিনের প্রবল বর্ষণ ও জলাধারের ছাড়া জলে প্লাবিত পশ্চিম মেদিনীপুর জেলার বহু ব্লক। প্রশাসন সূত্রে খবর, কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়। এদিন হুড়মুড়িয়ে বাড়ি ভেঙে পড়লেও পরিবারের সদস্যরা নিরাপদে রয়েছেন। মাথা গোঁজার একমাত্র আশ্রয় ভেঙে পড়ায় পরিবারের ৭ সদস্য আশ্রয় নিয়েছেন গাছের তলায়।
খবর পেয়ে এলাকার পঞ্চায়েত প্রধান পরিদর্শনে যান। তিনি জানান, যতটা আমার সার্মথ্য সাহায্য করব। বাকি বিধায়ক ও জেলা প্রশাসনকে জানাবো সাহায্য করার জন্য। বাড়ি ভাঙার পরই ভগ্নপ্রায় বাড়ির খোঁজে এলাকায় ঘুরেন প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা। ক্ষতিগ্রস্ত বাড়ি থাকলে পরিবারকে অন্যত্র রাখার ব্যবস্থা করা হচ্ছে। মুহূর্তে বাড়ি ভেঙে যাওয়ায় সেক আবদুল করিমের বাড়ির সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েছেন। নতুন বাড়ি তৈরি করে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানাবেন বলে জানান করিম।
আরও পড়ুন ঃ– ঘাটালে Mamata Banerjee, জলে নেমে দেখলেন বন্যা পরিস্থিতি,সঙ্গে রয়েছেন দেব
আরও পড়ুন ঃ– বিজেপির প্রধানকে সঙ্গে নিয়ে পশ্চিম মেদিনীপুরের ধেড়ুয়া গ্রাম পঞ্চায়েত দখল তৃণমূলের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Home
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore