Tree plant
আরও পড়ুন ঃ–হস্তিদর্শনে ঝাড়গ্রামের জঙ্গলে কলকাতার তিন বন্ধু, দাঁতালের রোষে মৃত্যু ১ জনের
শুভম সিংঃ ঘূর্ণিঝড় যশ (Yass)-এর তান্ডবে সমুদ্রবর্তী এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ম্যানগ্রোভ (Mangrovea0 জাতীয় একাধিক গাছ। যশ তান্ডবের কয়েকদিন পর ওই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে এসে পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) সবুজায়ন ফিরিয়ে আনতে ৫ কোটি ম্যানগ্ৰোভ জাতীয় গাছ লাগানোর কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাই করে রাজ্যে প্রথম দিঘায় (Digha) ‘বিশ্ব ম্যানগ্রোভ দিবস’ *(World Mangrove Day)-এর মাধ্যমে উপকূলে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হল সোমবার। এদিন রামনগর ১ ব্লকের অন্তর্গত দিঘার ঝাউগেরিয়ায় (Jhaugeria) বন মহোত্সবের (Forest Festival) সূচনা করেন রাজ্যের মত্স্য মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি (AKhil Giri)। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, জেলা সভাধিপতি দেবব্রত দাস, জেলা বন আধিকারিক অনুপম সেন প্রমুখ।
জানা গিয়েছে, দিঘা উপকূল (Digha Coastal Area)রক্ষায় ১১১ টি প্রকল্প নেওয়া হয়েছে। আর এই প্রকল্পগুলি চালানোর জন্য ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন, বন সংরক্ষণ কমিটি, স্বনির্ভর গোষ্ঠী ও পঞ্চায়েত নিয়ে করা হবে। ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন এই কাজে এগিয়ে এলে দু’বছর রক্ষণা বেক্ষন করার পর সরকারি ভাবে তারা অর্থ সাহায্য পাবে।তাছাড়া ম্যানগ্ৰোভ রোপণ প্রকল্পের শুরুতে ৬৩০ হেক্টর জমি দেওয়া হয়েছে। তবে পরে আরও দুশো হেক্টররের বেশি জমি দেওয়া হবে। তাছাড়া নিজের সন্তানদের যেমন যত্ন করেন, গাছদেরও তেমন নজর দিলে সকলেই বাঁচব বলেন জানান জেলা শাসক।
মৎস্যমন্ত্রী আখিল গিরি বলেন , “ যশ তান্ডবে সমুদ্র বর্তী এলাকায় বহু গাছ ভেঙে নষ্ট হয়ে গিয়েছে। তাই শুধু গাছ লাগলে হবে না তার সঠিক পরিচর্চা করতে হবে আমাদের। এই নয় ঢাকঢোল পিটিয়ে সূচনা করলাম কিন্তু রক্ষণাবেক্ষন হল না, সেটা যেন না হয়। পঞ্চায়েত ও সনির্ভর গোষ্ঠীর মহিলাদের কে এই কাজে সম্পূর্ণ নিয়োজিত করতে হবে যাতে করে পরিচর্চা ও দেখভাল ঠিক মত হয় বলে জানান তিনি।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Tree plant
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore