Examinee protest
আরও পড়ুন ঃ–উচ্চমাধ্যমিকে অনুত্তীর্ণ হওয়ায় ঝাড়গ্রামে বিক্ষোভ, পথ অবরোধ ছাত্র ছাত্রীদের
পত্রিকা প্রতিনিধিঃ করোণা পরিস্থিতিতে বন্ধ হয়েছে স্কুলে পঠন পাঠন। তাই ছাত্র-ছাত্রীদের শিক্ষার গতিকে এগিয়ে নিয়ে যেতে অনলাইনের মাধ্যমে শুরু হয়েছে পাঠদান। তবে উচ্চমাধ্যমিকের পরীক্ষা না হওয়ায় বিপাকে পড়েছে ছাত্রছাত্রীরা। সেইমতো রাজ্যের শিক্ষা দপ্তর ও উচ্চমাধ্যমিক মাধ্যমিক পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রছাত্রীদের মাধ্যমিক ও একাদশ শ্রেণির পরীক্ষার নম্বরের শতকরা নাম্বার ধরেই এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। তবে এহেনপ রিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জেলায় পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলায় একাধিক স্কুলের ছাত্র-ছাত্রীরা উত্তীর্ণ হলেও বেশকিছু স্কুলের ছাত্রছাত্রীরা
এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অণুত্তীর্ণ হয়।
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য খড়্গপুর সিলভার জুবিলি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এবার হাজির মেদিনীপুর শহরের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অফিসে। দাবি, পাশ করাতে হবে। অন্যদিকে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ (বালিকা) বিদ্যালয়ের ১২ জন ছাত্রী অকৃতকার্য হওয়ায় বিদ্যালয় গেটে বিক্ষোভ দেখায়। তাদের বক্তব্য, একাদশের সঙ্গে দ্বাদশ শ্রেণীর তুলনা করা চলে না। আমাদের পাশ না করালে আমরা প্রতিদিন বিক্ষোভ দেখাব।
তবে এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার বেশকিছু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করে। এরপরই শনিবার খড়্গপুর সিলভার জুবিলি বিদ্যালয়ের পশ্চিম মেদিনীপুর উচ্চ শিক্ষা পর্ষদ দপ্তরের সামনে এসে বিক্ষোভে দেখাতে থাকে।
ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। খড়্গপুর সিলভার জুবলি উচ্চ বিদ্যালয়ের ছাত্র গোবিন্দ চক্রবর্তী বলে, এবছর উচ্চ মাধ্যমিকে তাদের থেকেও অনেক খারাপ ছেলে পরীক্ষায় ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। কিন্তু তাদের উত্তীর্ণ করানো হয়নি। সংসদ অফিসে জানিয়েছে বিদ্যালয়ে জানাতে। বিদ্যালয়ে গিয়ে যদি কোনো সুরাহা না হয়, তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেয়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Examinee protest
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore