পত্রিকা প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুরের রেলশহর খড়্গপুর ও দাসপুর সহ জেলার বেশ কিছু এলাকায় নতুন করে মাইক্রো কনটেইনমেন্ট জোন করা হল। কিছু জায়গায় করোনা সংক্রমিতের সংখ্যা বেশী হওয়ায় আজ বৃহস্পতিবার থেকে ফের নতুন করে মাইক্রো কনটেইনমেন্ট জোনের আওতায় আনা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রের খবর,আগামী ২৭ জুলাই পর্যন্ত বিধিনিষেধ জারি থাকবে।জেলা প্রশাসনের এক শীর্ষ স্থানীয় আধিকারিক বলেন,মোট আটটি এলাকাকে কন্টেইনমেন্ট জোনের আওতায় আনা হচ্ছে।এগুলি হল দাসপুর ২ ব্লকের চাঁইপাট পঞ্চায়েতের দাসপাড়া, সরবেরিয়া পঞ্চায়েতের কাদলিপুর, পাঁচবেড়িয়া পঞ্চায়েতের খাররাধাকৃষ্ণপুর, ঘাটালের সুলতানপুর মাঠপাড়া, শালবনির ভাবগেড়িয়া। তিনি জানান, এই সব গ্রামের নির্দিষ্ট অংশকে আওতায় রাখা হচ্ছে। খড়্গপুর শহরের পুরাতনবাজার, খরিদাবাজার ও নিউ ডেভেলপমেন্ট এলাকাকে এই জোনের আওতায় রাখা হয়েছে।