New zone
আরও পড়ুন ঃ–মেডিকেল কলেজে ভর্তি করানোর টোপে ঝাড়গ্রামে ১২ লক্ষ টাকা জালিয়াতি , গ্ৰেফতার ২
পত্রিকা প্রতিনিধিঃ করোনার(Corona) দ্বিতীয় ঢেউ কাটিয়ে উঠে কিছুটা সুস্থতার দিকে এগোচ্ছে বাংলা। তবে ইতিমধ্যে উদ্বেগ বাড়াচ্ছে করোনার তৃতীয় ঢেউ। কিন্তু করোনা সংক্রমণ রাজ্যের বেশ কিছু জেলায় অনেকটাই কম। আর এই পরিস্থিতিতে জেলার হিসেবে দেখতে গেলে এখনও এগিয়ে আছে পশ্চিম মেদিনীপুর(West Medinipur)।তাই এই জেলায় করোনা পরিস্থিতিও উদ্বেগজনক। তবে জেলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিধিনিষেধ জারি করা হয়েছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়, সেজন্য সতর্ক প্রশাসন।
ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে আগামী ১১ ই জুলাই থেকে ১৬ ই জুলাই পর্যন্ত এই এলাকাগুলি গণ্ডীবদ্ধ থাকবে বলেও জানানো হয়েছে। মেদিনীপুর(Medinipur) পুরসভার ৩ নং ওয়ার্ডের দেশবন্ধু নগর, জেলপুকুর পাড়, সুকান্তপল্লী, উদয় পল্লী, এবং সিপাই বাজার ২৪ নং ওয়ার্ডের বৈশাখীপল্লী, ঝর্ণাডাঙা, সূর্যনগর, নিবেদিতা পল্লী ও ইন্দিরা পল্লী’কে মাইক্রো কনটেইনমেন্ট জোন(Micro containment Zone) হিসেবে গন্ডীবদ্ধ করা হচ্ছে। অপরদিকে, এই জেলার ঘাটাল(Ghatal) মহকুমার ঘাটাল ব্লকের হরিদাসপুর গ্রাম ও ঘোলা বাজার এলাকার বিস্তীর্ণ অংশ’কে ইতিমধ্যে মাইক্রো কনটেনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে। তাছাড়া এই সমস্ত এলাকায় জরুরি পরিষেবা ব্যতীত সবকিছুই বন্ধ থাকবে। অকারনে এই এলাকার বাসিন্দারা কোনও অফিস বা কাজে বাইরে যেতে পারবেন না বলে জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।এক নজরে দেখে নিন সেই তালিকা
প্রসঙ্গত, সংক্রমণ মোকাবিলায় এই জেলার বিভিন্ন এলাকায় কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে তৈরি করা হয়েছে। ওই এলাকাগুলিতে আগামী ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ বহাল থাকছে। কঠোর বিধিনিষেধ বজায় থাকছে খড়গপুর ও মেদিনীপুর পুর এলাকায়। তবে ফের প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সম্পূর্ণ পুর এলাকার পরিবর্তে ওয়ার্ডে ওয়ার্ডে নিষেধাজ্ঞা জারি থাকছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
New zone
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore