Fair news Fair news Fair news Fair news
আরও পড়ুন ঃ–ফের ভাঙন বিজেপিতে, পশ্চিম মেদিনীপুরে কুসুমপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে
আরও পড়ুন ঃ–ভর্তি ফি কমানোর দাবিতে ছাত্র বিক্ষোভে উত্তাল পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল উচ্চ বিদ্যালয়
পত্রিকা প্রতিনিধি :পশ্চিম মেদিনীপুরে শালবনী ব্লকের গোদাপিয়াশালে তৈরি হয়েছিল মাটির সৃষ্টি প্রকল্প। সেই জায়গায় ছিল একটি খড়ের ছাউনির বিশ্রাম ঘর। লাগানো হয়েছিল বিভিন্ন ফলের গাছ। সোমবার রাত্রে ওই ছাউনিতে কেউ বা কারা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ।
ছাউনি পুড়ে যাওয়ার পাশাপাশি একাধিক ফলের গাছও পুড়ে যায়। বিডিও দপ্তরে অভিযোগও জমা পড়ে। উল্লেখ্য, দিন কয়েক আগে মাটির সৃষ্টি প্রকল্পে থাকা বিদ্যুতের সোলার প্যানেলে ভেঙে ফেলার অভিযোগ ওঠে শালবনী ব্লকের মহাশোলে। অভিযোগও জমা পড়েছিল শালবনী থানায়। এবার গোদাপিয়াশালে আগুন লাগানোর ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শালবনী পঞ্চায়েত সমিতির উদ্যোগে মাটির সৃষ্টি প্রকল্পে কাজু বাদাম সহ বিভিন্ন ফলের গাছ লাগানো হয়। মূলত ওই গ্রামের পরিবারগুলিকে আর্থিক ভাবে স্বাবলম্বী করার জন্য এই প্রকল্প।
শালবনী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ বলেন, শালবনীর মহাশোলের পর গোদাপিয়াশালে রাতের অন্ধকারে দুস্কৃতিরা তান্ডব চালায়। অত্যন্ত নিন্দিত এবং ধিকৃত ঘটনা। পুলিশে জানানো হয়েছে। যাদের উন্নয়ন সহ্য হচ্ছে না, তারাই এ ধরণের কাজ করছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Fair news
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore