পত্রিকা প্রতিনিধিঃ নিম্ন আয়ের মানুষজন ‘নিজশ্রী’ প্রকল্পে ফ্ল্যাট পেল মেদিনীপুরে (Paschim Medinipur)। ২০১৮ তে নিজস্ব আবাসন প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। এই আবাসন নিম্ন আয়ের মানুষের জন্যই। সোমবার মেদিনীপুর শহরের জর্জকোর্ট (Judge Court) এলাকায় সরকারী জমিতে গড়ে উঠে আবাসন। প্রকল্পটির দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল আবাসন দফতরকে।
২০১৯-এ সেখানে আবেদন করেছিলেন উপভোক্তারা। কয়েকশো উপভোক্তা এই আবেদন করেছিলেন। কিছু পরিমাণ টাকাও দিতে হয়েছিল আবেদনকারীকে। এদিন লটারির মাধ্যমে ওই ফ্ল্যাট বিক্রি করা হয়। মোট ৩২ জন উপভোক্তার হাতে ফ্ল্যাটের চাবি তুলে দেওয়া হয় আনুষ্ঠানিক ভাবে। যারা ফ্ল্যাট পাননি তাদের আবেদনে জমা দেওয়া টাকাও ফেরত দেওয়া হয়। জানা গিয়েছে, লটারিতে নাম না উঠলে পরবর্তীকালে ফ্ল্যাট বিক্রি হলে আবারও আবেদন করা যাবে। কিন্তু এক বার ফ্ল্যাট পেয়ে গেলে আর আবেদন করা যাবে না।