পত্রিকা প্রতিনিধি: ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে শোরগোল চলছে সারা দেশে। ইতিমধ্যেই তদন্তভার নিয়েছে গোয়েন্দা দফতর। এবার পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলাতে বেসরকারি উদ্যোগে একাধিক ভ্যাকসিনেশন শিবির (Vaccination Camp)হচ্ছে বলে জানা যায় স্বাস্থ্য দফতর সূত্রে। এমনকি অনেক জায়গাতেই অগ্রিম টাকা নিয়ে নাম লেখানো হচ্ছে বলে অভিযোগ। এবার উদ্যোক্তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে স্বাস্থ্য দফতর।সোশ্যাল মিডিয়ার ওই প্রচারে বলা হয়েছে যাঁদের আঠারো বছরের বেশি বয়স তাদের এই শিবিরে ভ্যাকসিন দেওয়া হবে আগে থেকে নাম জমা দিতে হবে। কিন্তু ফোন নম্বরে বারবার যোগাযোগ করা হলেও কেউ ফোন ধরেননি।
সরকারি স্বাস্থ্য অধিকর্তা সৌম্য ষড়ঙ্গি (Soumya Sorongi) জানান, ” কলকাতার একটি নামী হাসপাতালের নাম দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভ্যাকসিনেশন শিবিরের প্রচার করা চলছে। অভিযোগ উদ্যোক্তারা এর জন্য আগাম টাকাও নিচ্ছে। তিনি বলেন এভাবে কোনো বেসরকারি সংস্থা ভ্যাকসিনেশন শিবির করতে পারে না। এই শিবিরের জন্য প্রয়োজন স্বাস্থ্য দফতরের অনুমতি। তাছাড়া টাকাও নেওয়া যাবে না, জেলায় এরকম কোনো সংস্থাকে ভ্যাকসিনেশনের অনুমতি দেওয়া হয়নি।
বিশেষ সূত্রের খবর জুলাইয়ের প্রথমের দিকে এরকম একটি ক্যাম্প অনুষ্ঠিত হবে বলে জানা যায়। যার খবর গত শনিবার স্বাস্থ্য দফতরের হাতে এসে পৌঁছায়। তাতে যে যোগাযোগের যে নম্বর রয়েছে সেটি খড়্গপুর শহরের একটি সংস্থার প্রচারে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালের নামকরা হচ্ছে তিনি বলেন যারা এই শিবিরের উদ্যোক্তাদের শোকজ করা হচ্ছে। সমস্ত বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে।প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে জেলাশাসকের দফতরের এক আধিকারিক বলেন জেলার কোথাও এরকম পুণে শিবির উদ্যোগ নেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ।