পত্রিকা প্রতিনিধি: হাতির হানায় অতিষ্ঠ ঝাড়গ্রাম। খাবারের সন্ধানে বারংবার জঙ্গল ছেড়ে দলমার দাঁতাল হাতি কখনো চাষের জমিতে আবার কখনো গ্রামাঞ্চলে আবার কখনো ফলের বাগানে ঢুকে পড়ছে। কখনো বা দাপিয়ে বেড়াচ্ছে রাজ্য সড়কের ওপর।
গত সোমবার সাত সকালে নয়াগ্রামের নিগুইয়ে রাস্তার উপর ড্রাম্পার গাড়ি আটক করে তাণ্ডব চালায় এক দাঁতাল হাতি। লরি থেকে পালিয়ে কোনোমতে প্রাণে বাঁচলেন গাড়ির চালক ও খালাসি। হাতির সামনে পড়ে প্রাণ হাতে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যান তারা। ফাঁকা গাড়িতেই আক্রমণ চালায় দলমার হাতি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরবর্তীতে গ্রামবাসীরা হাতিটিকে তাড়িয়ে জঙ্গলে পাঠায়।অবাধে একের পর এক গাছ কাটা হচ্ছে জঙ্গলে। জঙ্গলে দেখা দিয়েছে খাবারের অভাব। তাই প্রায়ই জনজীবনের ত্রাস হয়ে উঠছে হাতির দল।