MGNREGA
আরও পড়ুন ঃ–অধিকারী পরিবারের সুরক্ষায় থাকা পুলিশ কর্মীদের বদলি
পত্রিকা প্রতিনিধি : পঞ্চদশ অর্থ কমিশনের ২০২০-২১ সালে বরাদ্দ হয়েছে শালবনীর উন্নয়নে ১ কোটি ৮০লক্ষ টাকা। MGNREGA প্রকল্পে ৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে ১৯টি পাকা রাস্তার জন্য। মোট ৫ কোটি ৮০ লক্ষ টাকা এবার শালবনীর (Salbani) উন্নয়নে খরচ হবে। তার কাজও শুরু হয়ে গিয়েছে। টাকা আসতে দেরি হওয়ায় এবারে কাজ শুরু হচ্ছে। এই টাকার কাজ আগামী অক্টোবর মাসের মধ্যেই শেষ করার লক্ষ্য নিয়েছে শালবনী পঞ্চায়েত সমিতি (Salbani Panchayet Samity)।
রাস্তাঘাট ও পানীয় জলের কাজ শুরু হয়েছে অনেক এলাকায়। বাকি কাজের টেন্ডার আগামী সপ্তাহে পাশ হয়ে যাবে বলে জানা গিয়েছে। এই টাকা শালবনী ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকার উন্নয়নে লাগানো হচ্ছে বলে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ (Sandip singha)জানান। তিনি বলেন, পানীয় জল, রাস্তাঘাট, সেচের জল ছাড়াও প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ও ন্যাপকিন স্যানিটারী প্রকল্পেও খরচ হবে এই টাকা। সিভিল মেটিরিয়াল টেস্টিং ল্যাবরেটরিও শালবনী পঞ্চায়েত সমিতির অফিসে তৈরি হবে। তার জন্য বরাদ্দ হয়েছে ১০ লক্ষ টাকা। এর জন্য বিল্ডিং তৈরি করতে কিছুটা সময় বেশি লাগবে। তবে সম্পূর্ণ হয়ে গেলে কাজের অনেক সুবিধা হবে বলে জানিয়েছেন সন্দীপ বাবু।
শালবনী ব্লকের বিভিন্ন গ্রামে এখনো কাঁচা রাস্তা। বর্ষায় কাদার মধ্য দিয়ে যাতায়াত করতে হয়। গ্রামবাসীরা বারবার প্রশাসনিক দপ্তরে জানিয়েছেন পাকা রাস্তার দাবিতে। এবার সেই দাবি পূরণ হতে চলেছে বলেই মনে করা যাচ্ছে। সন্দীপ বাবু জানান, আর কোন রাস্তা মাটি বা মোরামের করতে চাইছি না। এই টাকায় বেশ কয়েকটি ঢালাই রাস্তা নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও MGNREGA প্রকল্পে ৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে ১৯ টি পাকা রাস্তার জন্য। তার মধ্যে চারটি রাস্তা তৈরি হলেও ভোট এবং করোনা পরিস্থিতিতে বিধিনিষেধের জন্য বাকি ১৫ টি রাস্তার কাজ ঝুলে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই ওই রাস্তাগুলি তৈরি হবে বলে পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
MGNREGA
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore