Elephant attack
আরও পড়ুন ঃ–জামাই ষষ্ঠীর আগেই রুপোলী শস্যের আগমন! ওড়িশা থেকে দীঘায় এল ২ টন ইলিশ
পত্রিকা প্রতিনিধিঃ জমির ফসলের ক্ষতি। বাড়ি ভাঙা তো আছেই। এবার হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় ফের উত্তাল হল ঝাড়গ্রাম (jhargram) জেলা। এর ফলে আতঙ্কও ছড়িয়েছে এলাকায়। জানা যায়, রবিবার সকালে ঝাড়গ্রাম (jhargram) জেলার বরিয়া (Jharia) গ্রামের এক ব্যক্তি সাইকেল নিয়ে গবাদিপশুর পাতা আনতে গিয়েছিলেন জঙ্গলে।
স্থানীয়রা জানান, ওই জঙ্গলে বেশ কয়েকদিন ধরেই ৯ টি হাতির একটি পাল ডেরা বাঁধে। এদিন পাতা কাটার সময় হঠাৎই হাতির সম্মুখে পরে যান ওই ব্যক্তি। শুঁড়ে তুলে আছাড় মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম পাড়ু মাহাত (Paru Mahata)। বাড়ি বরিয়া (Baria) গ্রামে।
মারা যাবার খবর ছড়িয়ে পড়তেই ক্ষিপ্ত হয়ে ওঠে মানুষ। তারা কলাবনির কাছে রাজ্য সড়ক অবরোধ করে। তাদের দাবি স্থায়ী সমাধানের অাশ্বাস না পেলে এই অবরোধ উঠবে না। প্রসঙ্গত শালবনি, কলাবনি, বড়িয়া সহ এই গোটা এলাকায় সারা বছর হাতি অবস্থান করে। রোজ কোনো না কোনো গ্রামে খাবারের খোঁজে ঢোকে হাতি। রেসিডেন্সিয়াল ৪ থেকে ৬টা হাতি তো আছেই। সাথে জুটছে দলমা থেকে আসা দল। কিছুতেই এলাকা থেকে সরানো সম্ভব হচ্ছে না তাদের। ফলে অার্থিক ক্ষতি র সাথে বাড়ছে জীবন হানি। এলাকায় পুলিশ গিয়ে বোঝানোর চেষ্টা করলেও সকাল ৮ টা থেকে শুরু হয় অবরোধ।
ঝাড়গ্রাম শহর থেকে ৫ কিমি দূরে শালবনী ,কলাবনী ,ধিতখাম সহ একাধিক গ্রাম । অভিযোগ, বিভিন্ন সময় রাতের অন্ধ কারে জঙ্গল লোপাট করছে কিছু অসাধু ব্যবসায়ীরা ।যার খেশারত গুনতে হচ্ছে এই এলাকায় বাস করা মানুষ দের ।মানুষের মৃত্যু চাষের ফসল ঘরবাড়ি ভাঙছে হাতির দল ।চরম ভোগান্তীতে পড়তে হচ্ছে গ্রামের মানুষ দের যা নিয়ে হুশ নেই বনদপ্তরের ।জঙ্গলে আগুন লাগিয়ে জঙ্গল নষ্ট করা বা জঙ্গল কেটে চুরি যাওয়া এই ঘটনা হামেশাই দেখা যায়।
গ্রামবাসীদের অভিযোগ, গত এক মাস ধরে জঙ্গলে হাতি থাকলে বন দফতরের পক্ষ থেকে সরানোর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কখনও আবার নাম মাত্র হুলা পার্টি দিয়ে লোক দেখানো তাড়ানোর চেষ্টা করে।এই ঘটনার পরেই স্থানীয়রা ঝাড়গ্রাম লোধাশুলি মেন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে বন দফতরের লোকজন এসে হাতি তাড়ানোর আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant attack
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore