Safe home
আরও পড়ুন ঃ-‘যশ’ মোকাবিলায় দিঘায় নামল নৌবাহিনী
পত্রিকা প্রতিনিধিঃ নতুন সেভ হোম চালুর উদ্যোগ দিনদিন করণা আক্রান্তের সংখ্যা বাড়ছে শুধু শহর নয় গ্রাম এবং সংখ্যাটা কম বর্ধমান ।আর তারই চাপ বাড়ছে স্বাস্থ্য দপ্তরের উপর।নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় করোনা রোগীর চাপ সামাল দিতে চন্ডিপুরে একটি বেসরকারি কলেজে খোলা হয়েছে ১০০ শয্যার সেফহোম ।নন্দীগ্রাম জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে জেলার দুটি সেভ হোম রয়েছে একটি কাঁথি বেসরকারি কলেজে এবং অন্যটি দীঘা যুব আবাসে।বহু পরিযায়ী শ্রমিক ভিন রাজ্য থেকে বাড়িতে ফিরে আসার পরেই দ্রুতগতিতে করোণা সংক্রামক ঘটছে।
করোনার প্রথম ঝড়ের মত এই দ্বিতীয় ঝড়েও কোনরকম কোয়ারেন্টিন সেন্টার ব্যবস্থা করা হয়নি।স্বাভাবিকভাবেই গ্রামের সংক্রমণের হার আগের বারের তুলনায় অনেক বেশি ।নন্দীগ্রাম খেজুরি চন্ডিপুর এলাকায় বহু গ্রামে একই পরিবারের সদস্য করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। অনেকে বাড়িতে থাকার ফলে মনোবল হারিয়ে ফেলছেন। অনেকে আবার উপযুক্ত চিকিৎসার ক্ষেত্রে ঘাটতি থেকে যাচ্ছে ।সব মিলিয়ে রোগীর চাপ ক্রমশ বাড়ছে ।আর তাই স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই সেফহোম গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার একজন বললেন যত দিন যাচ্ছে করোনা রোগীর সংখ্যা বাড়ছে ।মৃদু উপসর্গ এবং যেসব করোণা আক্রান্তের ঘরে পৃথকীকরণের ব্যবস্থা নেই সেইসব রোগীদের জন্য এই সেফহোমে উদ্যোগ নেয়া হয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Safe home
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore