Bengal election result
আরও পড়ুন ঃ–হাইভোল্টেজ নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু , পিছিয়ে মমতা
পত্রিকা প্রতিনিধিঃ বঙ্গে এখন শুধু অপেক্ষা। কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। একুশের কুরুক্ষেত্রের জয়ের তিলক কার কপালে পড়বে? জানা যাবে আজই। পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯২ টি আসনের ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। গত ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত এই রাজ্যে ৮ দফায় বিধানসভার ২৯২টি আসনের নির্বাচন চলেছে। রাজ্যের ২৩টি জেলায় ১০৮টি গণনাকেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় পর্যায়ে ৮৯৮৯ ভোটে এগিয়ে তারকা অভিনেত্রী প্রার্থী জুন মালিয়া , পিছিয়ে গেলেন বিজেপি প্রার্থী শমিত দাস ।
অপরদিকে দ্বিতীয় পর্যায়ের শেষে ➤ ➤ ➤
১. চন্দ্রকোনা বিধানসভায় এগিয়ে তৃণমূল
২. ঘাটালে বিধানসভায় এগিয়ে বিজেপি
৩. শালবনিতেবিধানসভায় এগিয়ে তৃণমূল
৪. চন্দ্রকোনায় বিধানসভায় এগিয়ে তৃণমূল
৫. সবং বিধানসভায় এগিয়ে তৃণমূল
৬. দাসপুরে বিধানসভায় এগিয়ে বিজেপি
৭. দাঁতনে বিধানসভায় এগিয়ে বিজেপি
৮. নয়াগ্রাম বিধানসভায় এগিয়ে তৃণমূল
৯. গোপীবল্লভপুর বিধানসভায় এগিয়ে তৃণমূল
১০. বিনপুর বিধানসভায় এগিয়ে তৃণমূল
১১. চন্দ্রকোনা বিধানসভায় এগিয়ে তৃণমূল
১২. ঝাড়গ্রাম বিধানসভায় এগিয়ে তৃণমূল
১৩. চন্ডীপুর বিধানসভায় এগিয়ে তৃণমূল
১৪. ভগবানপুর বিধানসভায় এগিয়ে বিজেপি
১৫. নন্দীগ্রাম বিধানসভায় এগিয়ে বিজেপি
১৬. হলদিয়া বিধানসভায় এগিয়ে বিজেপি
১৭. কাঁথি উঃ বিধানসভায় এগিয়ে বিজেপি
১৮. কাঁথি দঃ বিধানসভায় এগিয়ে তৃণমূল
১৯. রামনগর বিধানসভায় এগিয়ে তৃণমূল
২০ . পটাশপুর বিধানসভায় এগিয়ে বিজেপি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Bengal election result
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore