পত্রিকা প্রতিনিধিঃ কোভিড রোগীদের জন্য মহিষাদল টাস্কফোর্স গঠন করল মহিষাদল ব্লক প্রশাসন। অমৃত বেড়িয়া গ্রাম পঞ্চায়েতে করোনা রুখতে পঞ্চায়েত স্তরে গঠিত হল টাস্কফোর্স গঠন করা হয়। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন ব্লক অফিসে প্রতিনিধি প্রধান উপপ্রধান সহ সমস্ত পঞ্চায়েত সদস্য এবং সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তবে এই বৈঠকে সিদ্ধান্ত হয় প্রতি বৃহস্পতিবার পঞ্চায়েত এলাকায় সমস্ত দোকান বন্ধ রাখা হবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত । তবে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই ব্যবস্থা চলবে। মহিষাদলের সকল বাজার কমিটি ও বিভিন্ন ব্যাবসায়ী সমিতির আহুত সভায় যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে তা সকল ক্রেতা ও বিক্রেতাকে মেনে চলার অনুরোধ করা হচ্ছে।
১) আগামী শুক্রবার ৩০ এপ্রিল থেকে সকাল ৬ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত সব দোকান খোলা থাকবে। তাছাড়া রাত্রি ৮ টার পর কোনো দোকান খোলা রাখা যাবেনা। (ঔষধ দোকান বাদে)
২) আগামীকাল থেকে প্রতি বৃহষ্পতিবার ঔষধ দোকান বাদে সব দোকান পুর্নদিবস বন্ধ থাকবে।
৩) সব দোকানদারকে মাস্ক পরতেই হবে।
৪)চা দোকানে বসার ব্যাবস্থা রাখা যাবেনা।
৫)হোটেল রেস্তারা তে দুরত্ব বিধি মেনে বসাতে হবে। হোটেলের কর্মচারিদের মাস্ক পরতে হবে।
৬ ) দোকানের কাষ্টমার স্যানিটাইজার চাইলে দিতে হবে। সকল ক্রেতাও বিক্রেতাদের কাছে
বিনীত আবেদন করেন মহিষাদলের সকল ব্যাবসায়ী কমিটি ও সমিতি।