পত্রিকা প্রতিনিধিঃ পোষা পায়রা’কে দেওয়া গম প্রতিবেশীর পোষা মুরগী খেয়ে ফেলায় ধারালো অস্ত্র দিয়ে মুরগি মালিকের কান কেটে দিল পায়রা মালিক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার নোনাঘোষপুর গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর ধরে পায়রা মালিক জয়কৃষ্ণ ঘোড়ই তার পোষা পায়রাদের’কে গম খাওয়ার হিসেবে দিয়ে থাকে। ঠিক প্রতিদিনের মতো সেই এদিনও পায়রাকে গম দেওয়ার পর সেই গম হঠাৎই ওই এলাকার স্থানীয় বাসিন্দা মানিক ঢলের একটি পোষা মুরগী খেয়ে ফেলে।
আর এই কথা জানতে পেরে জয়কৃষ্ণ ঘোড়ই সহ তাঁর ছেলে লালচাঁদ ঘোড়াই স্থানীয় ওই বাসিন্দা মানিক ঢলের সাথে ঝগড়া শুরু হয় এবং পরবর্তী সময়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। আর তাঁরই মধ্যে আচমকাই লালচাঁদ বাড়ির ভেতর থেকে ধারালো অস্ত্র বের করে নিয়ে এসে মুরগী মালিক মানিক ঢলের ওপর হামলা চালায় এবং তাঁর ডান কানের অর্ধেক অংশ কেটে ফেলে দেয়। তবে লালচাঁদ যখন ধারালো অস্ত্র নিয়ে মানিক ঢলের ওপর আক্রমণ করতে যায় ঠিক সেই সময় তাঁকে বাঁচাতে মানিক ঢলের স্ত্রী স্বরস্বতী ঢল ও তাঁর ছেলে গুরুপদ ঢল বাধা দিলে তাঁদেরকেও ব্যাপক মারধর করে বলে অভিযোগ।
আর এই ঘটনার পর পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় আহত ব্যক্তিকে স্থানীয় উদ্ধার করে ভগবানপুর হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করেন। তবে এই ঘটনার পর কাটা কান হাতে নিয়ে থানায় আসে আহত ব্যক্তির স্ত্রী ও পরিবারের সদস্যরা ভগবানপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনার অভিযোগ পেয়ে ভগবানপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে।