Weapons
আরও পড়ুন ঃ–হু হু করে বাড়ছে সংক্রমণ , নতুন করে করোনায় আক্রান্ত ৩৯
পত্রিকা প্রতিনিধিঃ প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচন প্রক্রিয়া মিটতেই প্রতিদিনই উত্তেজনা চড়াচ্ছে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। আর এই পরিস্থিতিতে বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অস্ত্র সমেত এক যুবককে গ্ৰেফতার করল পাঁশকুড়া থানার পুলিশ। তবে এই ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, এক ব্যক্তি বাইকে করে মেদিনীপুর থেকে হলদিয়ায় দিকে অস্ত্র নিয়ে আসছে । ঠিক সেই মতো পাঁশকুড়া থানার পুলিশ রাতুলিয়া বাজার থেকে ওই ব্যক্তিকে ধাওয়া করে। এরপর ওই যুবক বাঁচার জন্য বাইক টিকে দ্রুত গতিতে চালায় এবং পাঁশকুড়ার নেকড়াতে ওভার ব্রীজের কাছে ধাক্কা মারে ও পড়ে যায়। এরপর ঘটনাস্থলেই ওই যুবক’কে পাকড়াও করেন পুলিশ।
পুলিশ জানিয়েছেন, ওই যুবক মেদিনীপুরের জুগুনিতলার বাসিন্দা। তার নাম অপু সেন। ওই যুবকের কাছ থেকে দু-রাউন্ড কার্তুজ ও একটি ৯ এম এম পিস্তল উদ্ধার করে পাঁশকুড়া থানার পুলিশ। এরপর আজ,বৃহস্পতিবার তাকে তমলুক জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেপাজতের নির্দেশ দেন। তবে এই যুবকের অন্য কোন বড় মাপের অস্ত্র পাচারকারী দল যুক্ত কিনা তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পাঁশকুড়া পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের দাবি -” গতকাল রাতে সাড়ে ৯টা নাগাদ একটি বাইক খুব দ্রুত গতিতে মেদিনীপুরের দিক থেকে রাতুলিয়া বাজারের দিকে আসছিল ।হঠাৎ করে ওই বাইকটি নেকড়া ওভারব্রিজে ওঠার মুখেই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ও পড়ে যায়। তবে পড়ে যাওয়ার সাথে সাথেই পাঁশকুড়া থানার পুলিশ ওই যুবককে আটক করে। তবে যুবকটি পড়ে যাওয়ার সময় যুবকের পকেট থেকে একটি পিস্তল ও দুটি গুলি ওভার ব্রিজের উপর ছিটকে পড়ে। এরপর পুলিশ অস্ত্রটিকে উদ্ধার করে পাঁশকুড়া থানায় নিয়ে যায়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Weapons
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore