Job candidates
আরও পড়ুন ঃ–মহিষাদলে এসে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন অভিষেক
আরও পড়ুন ঃ–ঝাড়্গ্রামে তৃণমূল-বিজেপির সংঘর্ষে নিহত ১ তৃণমূল কর্মী
পত্রিকা প্রতিনিধিঃ নির্বাচনের মুখে প্রার্থী নিয়োগের দাবিতে পথে নেমে অভিনব কায়দায় বিক্ষোভ দেখাল টেট উর্ত্তীণ প্রাথমিক (এম) প্যানেলের প্রার্থীরা। সোমবার মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ অফিসে সামনে বসে সকাল থেকে গিটার নিয়ে গান করে ও কবিতার মধ্যদিয়ে আন্দোলনে সামিল হয় চাকুরী প্রার্থীরা।
তবে আগামী ২ / ১ দিনের মধ্যে তাদের নিয়োগ পত্র না দেওয়া হলে তারা এই অফিসের সামনে আমরণ অনশন এবং ভোট বয়কটের পথে যাবেন চাকুরী প্রার্থী বলে করেন তারা। প্রসঙ্গত, গত ৮ দিন ধরে মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ অফিসের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করেও এখনও মেনেনি কোন সুরাহা। চাকরি প্রার্থীরা বলেন, “আমরা ২০১৪ সালের প্রাথমিক টেট নিয়োগের পরীক্ষার উত্তীর্ণ প্রার্থী।
এই জেলার প্রায় ২২০ জন ও সারা রাজ্যে প্রায় ৫ হাজার চাকুরী প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হয়েছে। কিন্তু তা থেকে আজও তারা বঞ্চিত। তাছাড়া এরাজ্যে নিয়োগ হয়ে যাওয়ার পরেও যারা নিয়োগ হয়ে যাওয়ার জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । তাছাড়া মাননীয়া আপনি যদি আমাদের এই বেকারত্ব জ্বালা থেকে মুক্তি না দেন তাহলে আপনার প্রতি আমরা চির কৃতজ্ঞ থাকব। তাছাড়া আমাদের যদি নিয়োগ না হয় তাহলে আমরা এর যোগ্য জবাব দেব।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Job candidates
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore