TMC
আরও পড়ুন ঃ–রামনগরে গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার , তদন্তে পুলিশ
আরও পড়ুন ঃ–প্রকাশ হল তৃণমূলের প্রার্থী তালিকা
প্রত্রিকা প্রতিনিধিঃ বিধানসভা নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণার পরেই নানা জায়গায় অসন্তোষ শুরু হয়েছে। তারই এবার আঁচ ধরা পরল পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেন৷ আর সেই তালিকায় দেখা গিয়েছে বহু নতুন মুখ ও সেই সঙ্গে সেলবোদের উপস্থিতি ৷ তবে এক এক জায়গায় তাঁর ঘোষিত এই তালিকাকে সাদরে মেনে নিয়েছে৷ তবে ২৯১ টি আসনে প্রার্থী ঘোষণার পরই তৃণমূলের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে কেশিয়াড়ী বিধানসভায়।
এই বিধানসভায় ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের মনোনীত প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন পরেশ মুর্ম্মূ। আর ২১-শের নির্বাচনেও কোনো পরিবর্তন হয়নি কেশিয়াড়ী বিধানসভা কেন্দ্রে। ফের পরেশ মুর্ম্মূকেই বিধায়ক প্রার্থীপদে বহাল রেখেছে তৃণমূল। তবে প্রার্থী ঘোষণা হতেই ক্ষোভ বিক্ষোভ কেশিয়াড়ী ব্লক যুব তৃণমূলের অন্দরে।এই পরিস্থিতিতে বিধায়ক বহিরাগত ও দুর্নীতিগ্রস্ত এই অভিযোগ তুলে কার্যত ক্ষোভ উগরে দিয়ে নিজেদের পদ ছেড়ে দিলেন নেতা-নেত্রীরা।
সেই তালিকায় রয়েছেন যুব তৃণমূলের রাজ্য সম্পাদিকা কল্পনা শীট, সহ সভাপতি পবিত্র শীট, যুব সম্পাদক সঞ্জয় গোস্বামী, পিযুশ চন্দ সহ কয়েকশো যুব কর্মী। এদিন নেতৃত্বরা প্রাক্তন বিধায়ক পরেশ মুর্মুর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। দুর্নীতি, কাটমানির কথা তুলে প্রার্থীর বিরুদ্ধে শ্লোগান দেন তৃণমূলের একাংশ। তবে কি তারা বিজেপির দিকে ? জল্পনা রাজনৈতিক মহলে ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
TMC
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore