পত্রিকা প্রতিনিধিঃ রাতের মেদিনীপুর শহরকে কাঁপিয়ে দিয়ে শেষমেষ ‘ ঘুমপাড়ানি ওষুধ ’ নিয়ে জঙ্গলে গিয়ে সুস্থ হল ” গজরাজ “। দীর্ঘ ৪ – ৫ ঘন্টা কার্যত মেদিনীপুর শহরে তান্ডব চালানো দাঁতাল গজরাজকে অবশেষে বনদপ্তরের আধিকারিক ও কর্মীরা তাকে ক্রেন দিয়ে ডাম্পারে তুলে তাকে ভোররাতে মেদিনীপুর বনবিভাগের অন্তর্গত চাঁদড়া রেঞ্জের ডুমুরকোটা জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন।
এরপর শুক্রবার সকালে ঘুম ভাঙে গজরাজের। ফলে স্বস্তির শ্বাস ফেললেন বনদপ্তরের আধিকারিক থেকে কর্মীরা। এরপর সে সুস্থ হয়ে উঠে দাঁড়ায়।তারপর বন দপ্তরের কর্মীরা তাকে খাবার দেয়। তবে এখন বন দপ্তরের কর্মীদের পর্যবেক্ষণে রয়েছে ” গজরাজ “। বনদপ্তর সূত্রে খবর, “ গতকাল রাত থেকে হাতিটিকে বসে আনার জন্য এই পুরো প্রক্রিয়া।
“সম্পূর্ণ সুস্থ অবস্থায় প্রায় পূর্ণ বয়স্ক হাতিটি এখন ঘোরাফেরা করছে। বনদপ্তরের পক্ষ থেকে নজর রাখা হয়েছে। দু’দুটো ঘুমের ওষুধ প্রয়োগ করায় সামান্য ঘোর আছে, আগামীকাল থেকে সেটাও কেটে যাবে। তবে পুরোপুরি সুস্থ হলে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে জানা যাচ্ছে।