The bombing targeted of BJP
আরও পড়ুন ঃ- এক কোটি শুভেন্দু ও দু’কোটি দিলীপ ঘোষ এলেও বিজেপি জিততে পারবেনা: অজিত
শুভম সিং: ২১ শে বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর।আর সেই পটাশপুর ২ নং ব্লকের সাউথখন্ড গ্রাম পঞ্চায়েত এর ২৩৪ ও ২৩৫ নং বুথ এলাকায় রাতভর কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও সন্ত্রাস চালানোর অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে এই ঘটনার পর মঙ্গলবার সকালে ২৩৪ নং বুথের সুখাখোলা এলাকায় রাস্তার পাশের একটি মাঠে তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।আর এই ঘটনা জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।এরপর ঘটনার খবর পটাশপুর থানার পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে এসে তাজাবোমাটিকে উদ্ধার করে বলে জানা গিয়েছে।তবে এই ঘটনা নিয়ে ব্যপক উত্তেজনা ছড়িয়ে গোটা এলাকায়।
বিজেপির অভিযোগ,সাউথখন্ড গ্রাম পঞ্চায়েতেরগোপালপুর ও সুখাখোলা এই দুই বুধের ভারতীয় জনতা পার্টির উদ্যোগে চলতি মাসের ১ তারিখে আনুষ্ঠানিক ভাবে বণভোজনের আয়োজন করা হয়।আর সেই আনুষ্ঠানিক বণভোজন চলাকালীন স্থানীয় তৃণমূল নেতৃত্ব পুষ্পরঞ্জন বেরা নেতৃত্বে একাধিক তৃনমূল কর্মী এই দুই এলাকায় বোমাবাজি শুরু করে।আর তার পর থেকেই প্রতিদিন তৃণমূলের হার্মারা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে ও এলাকায় বোমাবাজি করছে।তাছাড়া গতকালও ওই এলাকায় তৃণমূলের হার্মাদরা বোমাবাজি করে পাশাপাশি ওই এলাকার বেশকয়েকটি জায়গায় তাজা বোমা পড়ে রয়েছে বলে অভিযোগ।তাছাড়া তৃণমূল এই হার্মাদরা এলাকায় বোমাবাজি করে সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করছে।তবে বোমাবাজির ঘটনায় কেউ আহত না হলেও এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এবিষয়ে কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী বলেন,বলেন ,পটাশপুর ২ ব্লকের গোপালপুর ও সুখাখোলা এলাকায় তৃণমূল হার্মাদরা গতকাল সারা রাত ধরে ওই এলাকায় বোমা ও বন্দুক নিয়ে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করেছে।পুলিশ আজ সকালে এলাকায় গিয়ে বোমাবাজির ধ্বংসাবশেষ ও বন্দুকের বুলেট উদ্ধার করেছে।তবে প্রশাসন তৃণমূলের রাজত্বে এই পটাশপুর এলাকায় কত বোম বন্দুক উদ্ধার করেছে ! তারা তাবেদারি করতে করতে তাদের চরিত্র পরিবর্তন হয়ে গিয়েছে। আর মানুষ ইতিমধ্যে বুঝে গিয়েছে তৃণমূল কংগ্রেস একটি সন্ত্রাসবাদী দল।আমারা এই ঘটনা ও সন্ত্রাসবাদী দলের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি।
পটাশপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃনাল কান্তি দাস বলেন, এই অভিযোগ ভিত্তিহীন,তৃণমূলের কোনো কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। যারা এই ঘটনার অভিযোগ করছেন তারা নিজেরাই এলাকায় বোমাবাজি করে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছেন।এবিষয়ে পটাশপুর থানার ওসি দীপক চক্রবর্তী বলেন,সাউথখন্ড গ্রাম পঞ্চায়েত এলাকায় গতকাল রাতে বোমাবাজি হয়েছিল। আর সেই ঘটনা জানতে পেরে পুলিশ ওই এলাকায় গিয়ে টহলদারি দিচ্ছিলেন।এরপর আজ সকালে ওই এলাকায় বোমার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বোমাটিকে উদ্ধার থানায় নিয়ে আসা হয়েছে।তবে ওই এলাকায় কিভাবে বোমা এল তা এখনও স্পষ্ট নয়।তবে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
The bombing targeted of BJP
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore