Mercury batting winter
আরও পড়ুন ঃ-সদর ব্লকের হাতিহলকায় শুভেন্দু বিরোধী ক্ষোভ তুঙ্গে, ছবিতে জুতোর মেলা, পুড়ল কুশপুতুল
পত্রিকা প্রতিনিধি: মারকাটারি ব্যাটিং শীতের । রবিবারের পর সোমবারও জাঁকিয়ে শীত পড়ে।এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৭৭ ডিগ্রি সেলসিয়াস । রবিবার সেটা ছিল ৬.৭১ ডিগ্রি সেলসিয়াস । সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৩৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে গত আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৬.৩৭ শতাংশ।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মেট্রোলজিক্যাল পার্কের আবহাওয়া দপ্তর থেকে এই তথ্য পাওয়া গিয়েছে । জাঁকিয়ে শীত পড়তে সন্ধ্যার পর রাস্তাঘাট ক্রমশই ফাঁকা হয়ে যাচ্ছে । শহরে সন্ধ্যার পর টুকটাক লোক থাকলেও সন্ধ্যার পর গ্রামের রাস্তাঘাটে লোকজন দেখা যাচ্ছে না। রাস্তার পাশে , মাঠে আগুন জ্বেলে আগুন পোড়ানোর চিত্র দেখা যাচ্ছে সর্বত্র । শীতের আমেজ মেখে কিন্তু কেউ কেউ আবার দলবেঁধে পিকনিক করতেও চলে যাচ্ছেন নদীর পাড়ে কিংবা কোনো পার্কে । শীত জমিয়ে পড়তে গৃহস্থের বাড়িতে শুরু হয়ে গিয়েছে পিঠেপুলি তৈরিও। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে এমন ঠান্ডা আরও কয়েকদিন থাকবে ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Mercury batting winter
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore