Huge bike procession of TMC
আরও পড়ুন ঃ-শুভেন্দু ঘনিষ্ঠ কণিষ্ক পণ্ডাকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস
পত্রিকা প্রতিনিধি: শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এসেছিলেন নারায়ণগড়ের মকরামপুরে। গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচিতে কর্মী সমর্থকেরা বাইক মিছিল করে নিয়ে যায়। একদিন পর রবিবার তার পাল্টা বাইক মিছিল করল তৃণমূল। এদিন তৃণমূলের হাজারখানেক বাইক পুরো মকরামপুর পঞ্চায়েত এলাকা ঘোরে। সঙ্গে ছিল দশটি ট্যাবলো। রাজ্য সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরা হয়েছে ট্যাবলোগুলিতে। প্রচার চালানো হয়েছে।
পাল্টা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লক তৃণমূলের সভাপতি মিহির চন্দ, জেলা তৃণমূলের সহ সভাপতি সূর্যকান্ত অট্ট, মকরামপুর অঞ্চলের যুব নেতৃত্ব অমিত মণ্ডল। গত শুক্রবার মকরামপুরের বাঁশচাটি এলাকায় গৃহ সম্পর্ক অভিযান করেন দিলীপ। বিজেপির অভিযোগ ছিল কয়েকদিন আগে তৃণমূল তাদের দলীয় কর্মীদের বাড়ি ভাঙচুর করে। শুক্রবার তাদের বাড়িতেই পৌঁছে ছিলেন দিলীপ।
তবে তৃণমূলের দাবি, বিজেপি তাদের দুজন কর্মী সমর্থকের বাড়ি ভেঙেছে। এ নিয়ে কটাক্ষ করেন তৃণমূল নেতৃত্বরা। অমিত মণ্ডল জানান,” দিলীপ ঘোষ প্রচার পাওয়ার জন্য এইসব কর্মসূচি নিয়ে কলকাতা থেকে ছুটে আসেন। বিজেপির পক্ষ থেকে আমাদের কর্মীদের ভাঙা বাড়ি তিনি দেখতে পান না।” দিলীপের শক্তি প্রদর্শনের শুক্রবারের বাইক মিছিলের পাল্টা মিছিলে তৃণমূলের বহু কর্মী সমর্থক যোগ দিয়েছিলেন। তৃণমূল নেতৃত্বরা জানান,” এলাকায় বিজেপি অশান্তি করার চেষ্টা করছে। দিলীপ ঘোষ এসে উস্কানিমূলক মন্তব্য করছেন। আমরা দিলীপ ঘোষকে বুঝিয়ে দিতে চাই তৃণমূল কীভাবে তার মোকাবিলা করতে পারে।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Huge bike procession of TMC
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore