The 440 volt wire was torn
আরও পড়ুন ঃ–ফেসবুকে কুৎসিত মন্তব্য করার অভিযোগে পিংলায় গ্রেপ্তার বিজেপির আইটি সেলের কর্মী
পত্রিকা প্রতিনিধি: ঝাড়গ্রাম পৌরসভার ১২নং ওয়ার্ডে নৃপেনপল্লীতে প্রায় ২ ঘণ্টা ধরে রাস্তা অবরোধ করল স্থানীয় মানুষজন ।স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা তে কোনো বাম্পার না থাকার কারণে, ওভার লোড এর দ্রুত গতির ট্রাক বেপরোয়া ভাবে যাতায়াত করে।বৃহস্পতিবার একটি ট্রাক একই রকম ওভার লোড অবস্থা তে দ্রুত গতি তে যাবার ফলে, ৪৪০ ভোল্ট এর একটি তার ছিঁড়ে যায়।
অল্পের জন্য প্রাণে বেঁচে যায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কঁচিকাচারা । ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। রাস্তার ওপরে পড়ে থাকা বিদ্যুতের তার থেকে আগুন বেরোতে থাকলে, এলাকার মানুষরা বিদ্যুৎ দপ্তরে খবর দিলে, বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। বড়ো কোনো ক্ষতির খবর না থাকলেও স্থানীয় ক্ষিপ্ত বাসিন্দারা বাঁশ দিয়ে ব্যারিকেড করে রাস্তা অবরোধ করে। তাদের কথায় রাস্তায় কোনো বাম্পার না থাকায় সারাদিন দ্রুত গতির ওভার লোডেড লরির জন্য বড়ো কোনো দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসন যদি দ্রুত কোনো ব্যবস্থা না নেয় তাহলে আগামী দিন রাস্তা অবরোধ করবার হুমকি দেয় স্থানীয় মানুষজন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
The 440 volt wire was torn
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore