শুভম সিং : প্রায় ১৫ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হল কৃষ্ণ প্রসাদ পাহাড়ী(৬০) নামের এক বৃদ্ধের গলিত মৃতদেহ।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ব্লকের বড়কমড়দা গ্ৰামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,চলতি মাসের প্রথম সপ্তাহের দিকে হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান এই বৃদ্ধ।এরপর বাড়ির লোকেরা তাকে বেশকিছু জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন খোঁজ পাননি। Pataspur, Pataspur,Pataspur, Purba medinipur News, Dead Body,
আরও পড়ুন – বিজেপির জেলা সভাপতির উপর আক্রমনের প্রতিবাদে বেলদায় পথ অবরোধ
হঠাৎ শুক্রবার সকালে বড়কামড়দা গ্রামের একটি জঙ্গলের পাশে থাকা পরিত্যক্ত পুকুর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে।আর সেই দুর্গন্ধ পাওয়া মাত্রই স্থানীয়দের মনে সন্দেহ জাগলে স্থানীয়রা দেখেন একটি গলিত মৃতদেহ পরিত্যক্ত পুকুরের পাশে পড়ে রয়েছে।এরপর ঘটনাটি জানাজানি হতেই পটাশপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই বৃদ্ধের গলিত মৃতদেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে পরে ওই মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
পটাশপুর থানার ওসি বলেন,মৃতদেহ উদ্ধারের খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি হাসপাতালে পাঠানো হয়েছে।তবে ওই বৃদ্ধাকে কেউ খুন করে ফেলে দিয়েছে বা এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় অন্য কোন রহস্য আছে কিনা তা নিয়ে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi