শুভম সিং:বঙ্গোপসাগরে হুগলি নদীর মোহনায় এক মৎস্যজীবীর দাঁড়াজালে ধরা পড়েল বিরল প্রজাতির একটি কুমির ছানা।শনিবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁচুড়িয়ার মেইদিনগর এলাকায়।তবে এই ঘটনার পর ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।বর্তমানে কুমিরটি বন দপ্তরের নিজকসবা(খেজুরি) বিট অফিসের তত্ত্বাবধানে রয়েছে বলে জানা যাচ্ছে। Khejuri News, Khejuri News
আরো পড়ুন- হলদিয়া বন্দরের শ্রমিকদের জন্যে “কোভিড আশ্রমের” বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ
আরো পড়ুন- বিজেপি কর্মীর ওপর হামলা, প্রতিবাদে নারায়ণগড় থানা ঘেরাও বিজেপির
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,শনিবার সকালে মেইদিনগর এলাকায় হুগলি নদীতে মাছ ধরছিলেন স্থানীয় মৎস্যজীবী নবেন্দু বিকাশ দাস।এরপর মাছ ধরার সময় হঠাৎ তার জালে ধরা পড়ে বিরল প্রজাতির একটি কুমির ছানা। তবে কুমির ছানা ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই নদীর তীরে ভিড় জমায় বহু মানুষ।এরপর নবেন্দুবাবু কুমিরটি নিয়ে এসে তাঁর বাড়িতে একটি গামলায় রাখেন। তবে এই ঘটনার খবর পেয়ে নিজকশবা বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে কুমিরটিকে নবেন্দুবাবুর হেফাজত থেকে উদ্ধার করে নিয়ে আসেন।
বন দপ্তরের জেলার অতিরিক্ত আধিকারিক বলরাম পাঁজা বলেন,মূলত সুন্দরবনের দিক থেকে কোনওভাবে সমুদ্রে চলে আসতে পারে কুমিরটি। একে ‘সল্ট ওয়াটার ক্রোকোডাইল’ বলা হয়।আমরা মনে করছি, কাছাকাছি অঞ্চলে মা কুমিরও রয়েছে। না হলে বাচ্চা কুমির থাকা কোনওভাবেই সম্ভব নয়। তবে এই কুমির ছানাটির দৈর্ঘ্য প্রায় ১ ফুট।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi