kharagpur news, kharagpur corona news, coronavirus in kharagpur, kharagpur, kharagpur iit
পত্রিকা প্রতিনিধি: ২৩ আগস্ট ছিল শেষ সময়সীমা। সেই সময় সীমা পেরিয়ে যাওয়ার পরেই হোস্টেল খালি করতে মাঠে নামল আইআইটি কর্তৃপক্ষ। ওয়ার্ডেন থেকে নিরাপত্তারক্ষীরা ধমকে-চমকে হল (হোস্টেল) খালি করার নির্দেশ দিচ্ছেন পড়ুয়াদের। এমনই অমানবিক ছবি ধরা পড়ল খড়গপুর আইআইটিতে। কর্তৃপক্ষের তাড়া খেয়ে বৃষ্টির রাতেই জীবনের ঝুঁকি নিয়ে হোস্টেল ছাড়তে বাধ্য হলেন কিছু পড়ুয়া। অবশ্য এখনও বহু পড়ুয়া হল ছাড়তে নারাজ। তাঁদের দাবি, করোনার জেরে নিজেরাই সংক্রমিত হয়ে যাওয়ার আশঙ্কায় মহারাষ্ট্রের মতো রাজ্যে ফিরতে চাইছেন না পড়ুয়ারা। তবে করোনা পরিস্থিতিতে যে আইআইটির এই অমানবিক রূপ দেখতে হবে তা ভাবতে পারেনি পড়ুয়ারা। ঘটনায় শঙ্কিত পড়ুয়ারা ক্ষুব্ধ হয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছে। তবে কর্তৃপক্ষের হুমকীর মুখে পড়ে ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রকাশ্যে আসতে চাইছে না তাঁরা। প্রসঙ্গত, লকডাউনের আগে করেনার আতঙ্কের জেরে ১২হাজার পড়ুয়ার মধ্যে ৯ হাজার পড়ুয়া বাড়ি চলে গিয়েছিল।
আরও পড়ুন- রেকর্ড সংক্রমণ মেদিনীপুর শহর ও শহরতলিতে, মঙ্গলবারের রিপোর্টে করোনায় আক্রান্ত ৪০ জন
প্রায় তিন হাজার নিরাপদ আশ্রয় হিসাবে ছাড়তে চায়নি প্রতিষ্ঠানের হল। তবে গত জুনে আনলক পর্বের গোড়ায় এক বিজ্ঞপ্তি জারি করে ওই ৩ হাজার পড়ুয়াকে বাড়ি ফিরে যেতে বলে আইআইটি। অবশ্য তার পরেও বিভিন্ন রাজ্যে যেভাবে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছিল সেই আতঙ্কে বাড়ি ফিরতে চাননি পড়ুয়ারা। তবে কর্তৃপক্ষের চাপে বাকি পড়ুয়ারা হল ছাড়লেও শেষমেশ প্রায় ৩শো পড়ুয়া বাড়ি যেতে অপারগ বলে জানিয়ে দিয়ে প্রতিষ্ঠানের চারটি হলে থেকে যায়। ঘটনায় গোটা ক্যাম্পাসকে সিল করে দেয় কর্তৃপক্ষ। তবে শেষ রক্ষা হয়নি। সম্প্রতি আইআইটি খড়্গপুরের হাজার বেড়াজাল টপকে ঢুকে পড়েছে করোনা সংক্রমণ। এখন পর্যন্ত তিন পড়ুয়া ও স্বাস্থ্যকর্মী-সহ ৪ জন আক্রান্ত হয়েছেন। এই ঘটনার পরে প্রথম এক পড়ুয়া আক্রান্ত হতেই তিন দিনের মধ্যে হল খালি করার নির্দেশ দেয় আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ। ২৩ আগস্ট ছিল সেই সময়সীমার শেষদিন। সে দিনের মধ্যে কয়েকজন হল খালি করলেও এখনও প্রায় দু’শো পড়ুয়া হল ছাড়তে পারেনি। ট্রেন-বিমানের টিকিট পেতে অসুবিধা হওয়ায় পড়ুয়ারা বাড়ি ফিরতে পারছেন না বলে জানিয়েছেন। তবে ২৩ আগস্ট আরও দুই পড়ুয়া ঈ স্বাস্থ্যকর্মী আক্রান্ত হতেই হল খালি করতে মরিয়া আইআইটি কর্তৃপক্ষ এবার ধমকে-চমকেই পড়ুয়াদের বাড়ি পাঠানোর কাজ শুরু করে সমালোচনার মুখে পড়েছে। এমনকী আইআইটি কর্তৃপক্ষ ছাত্রদের হোস্টেল ছাড়তে ধমক দেওয়ার ভিডিও প্রকাশ্যে আসার পরই নিন্দার ঝড় উঠেছে সমস্ত আইআইটিতে। অবশ্য নিজেদের অবস্থানে অনড় আইআইটির চাপে এবার জীবনের ঝুঁকি নিয়ে রাতের অন্ধকারে বৃষ্টি মাথায় নিয়ে হোস্টেল ছাড়তে বাধ্য হলেন পড়ুয়ারা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi