শিলাবতী নদীর বাঁধ, পশ্চিম মেদিনীপুর,চন্দ্রকোনা, ঘাটাল
পত্রিকা প্রতিনিধি: নদীর বদলে রাস্তায় নামল নৌকা। কদিনের টানা বৃষ্টিতে জলের তলায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে শোচনীয় অবস্থা চন্দ্রকোণা, ঘাটাল ও ক্ষীরপাইয়ের। হু হু করে ঢুকছে শিলাবতী নদীর জল। কয়েকদিনের টানা বৃষ্টিতে শিলাবতী নদীর জল স্তর পৌঁছেছে বিপদসীমার উপরে। আর এতেই দুশ্চিন্তায় দিন গুনছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ও ঘাটাল পৌর এলাকার বিস্তীর্ণ এলাকার মানুষজনের। তাদের দাবি শিলাবতী নদীর জল স্তর যে পরিমাণ বাড়ছে যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে শিলাবতী নদীর বাঁধ, ঘাটাল পৌর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড এ জল ঢুকতে শুরু করেছে। এমনকি বিস্তীর্ণ এলাকার কৃষি জমিতে জল ঢুকতে শুরু করেছে এর ফলে ক্ষতিগ্রস্ত হবে ধান, শসা, উচ্ছে সহ একাধিক সবজি চাষে। অপরদিকে অপরদিকে চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ধর্মপোতা গ্রামের কানা খালের কাঠের সাঁকোর উপর উঠছে জল এর ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে প্রায় দশ বারোটি গ্রামের, সাঁকো বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছে গ্রামের বাসিন্দারা।
এককথায় কয়েকদিনের টানা বৃষ্টির ফলে দুশ্চিন্তায় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকার মানুষজন।শিলাবতী জলের তোড়ে ভেসে গেল দশটি গ্রামের যাতায়াতের একমাত্র বাঁশের সাঁকো এতে দুশ্চিন্তায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বাগপোতা, শ্রীরামপুর সহ দশটি গ্রামের মানুষেরা। তাদের দাবি শুক্রবার সকালে এই সাঁকো ভেঙ্গে যাওয়ার ফলে যাতায়াতের সমস্যায় পড়তে হবে তাদের।বহু জায়গাতেই বিচ্ছিন্ন যোগাযোগ। সাধারণের যাতায়াতে একমাত্র ভরসা নৌকাই।এদিকে প্রবল বৃষ্টির জেরে দিঘায় সমুদ্রে জলচ্ছ্বাস শুরু হয়েছে। সমুদ্র ও নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে জেলা। দিঘা সৈকতে মাইকিং করা হচ্ছে। সমুদ্রের কাছাকাছি যেতে নিষেধ করা হয়েছে পর্যটকদের।
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/channel/UC6tq4f1bvo9T__KSpZoKQNg