পত্রিকা প্রতিনিধি : করোনা আক্রান্ত হলেন নারায়ণগড় বিডিও। যদিও অ্যান্টিজেন টেস্টে তার রিপোর্ট পজিটিভ এসেছে।জানা গিয়েছে শনিবার অ্যান্টিজেন টেস্ট করা হলে রিপোর্ট পজিটিভ আসে। বিডিও জানিয়েছেন আপাতত হোম আইসোলেশনে থাকবেন তিনি। পরে লালারসের নমুনা পরীক্ষা হবে। তবে তার থেকে কারা সংক্রমিত হতে পারেন সে নিয়ে অফিস কর্মীদের মধ্যে শোরগোল পড়েছে।প্রসঙ্গত সপ্তাহ খানেক ধরে বেলদা দাঁতনের বিভিন্ন জায়গায় অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে।দাঁতনের খোদ দন্ত চিকিৎসকও।বেলদায় ও অ্যান্টিজেন টেস্টে করোনা আক্রান্তের খবর ছিল বেলদা গ্রামীন হাসপাতালের এক গ্রুপ ডি কর্মীরও।ফের বিডিও এর পজিটিভ আসায় শুরু হয়েছে জল্পনা।সোমবার বিডিও অফিস পুরো স্যানিটাইজ করা হবে বলে জানা গেছে। সরকারি আধিকারিকের পজিটিভ আসায় আতঙ্ক ছড়িয়েছে। তার প্রত্যক্ষ সংস্পর্শে আসা কর্মীদের পরীক্ষা হবে বলে জানা গেছে। আপাতত বিডিও এখন আর অফিসে আসবেন না। ফলে সরকারি কাজের ব্যাঘাত হবে বলেই মনে করছেন অনেকেই। তবে কীভাবে তিনি সংক্রমণ হলেন তা জানা যায়নি।
অ্যান্টিজেন টেস্টে রিপোর্ট পজিটিভ, করোনায় আক্রান্ত হলেন নারায়ণগড় বিডিও
- Advertisement -