পত্রিকা প্রতিনিধি : দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর শাখায় কর্মরতা ইন্দার (গ্রীন উড অ্যাপার্টমেন্ট) ক্যান্সার আক্রান্ত মহিলা (৫৬) কলকাতায় চিকিৎসাধীন ছিলেন করোনা আক্রান্ত হয়ে। সম্প্রতি তিনি করোনা মুক্ত হয়ে, ফিরে এসেছিলেন। ফিরে আসার পর পুনরায় গত ৮ ই আগস্ট তাঁর লালারস সংগ্রহ করা হলে, সোমবার রাতে (১০ আগস্ট) তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে। এদিকে, গত তিন দিন রেল এলাকা করোনা শূণ্য থাকার পর ওই মহিলা ছাড়াও আরো ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে, রেলের কন্ট্রোল বিভাগের এক কর্মী আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। তিনি (৪৫) সাউথ সাইড এলাকায় রেলের আবাসনে থাকতেন বলে জানা গেছে। খরিদা এলাকার ৮ নং ওয়ার্ডের এক প্রৌঢ়া (৬২) করোনা সংক্রমিত হয়েছেন। এছাড়াও, খরিদা সংলগ্ন বিধানপল্লী এলাকার (১৭ নং ওয়ার্ড) এক ব্যক্তি (৪৪)ও করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়াও, রেল পুলিশের (আরপিএফ) একজন (৪৬) নতুন আক্রান্ত হয়েছেন।
এদিকে, সোমবারের রিপোর্ট অনুযায়ী বিস্ময়কর ভাবে পারিবারিক সংক্রমণ দেখা গেছে খড়্গপুর শহরে। খড়্গপুর শহরের ইন্দা বয়েজ স্কুল সংলগ্ন এলাকায় (২৩ নং ওয়ার্ডের), একই পরিবারের ৬ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। পরিবারের, এক বৃদ্ধ (৭৪) সমেত তাঁর পুত্র (৪০) ও পুত্রবধূ (৩৭) এবং তাঁদের দুই সন্তান (৮ ও ১০) সহ ওই পরিবারের অপর এক সদস্যা করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়াও, সুভাষপল্লী সংলগ্ন (৭ নং ওয়ার্ড) পদ্মপুকুর পাড় এলাকায় একই পরিবারের দু’জন সদস্যের (৩৭ ও ২৭) শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে। এছাড়াও, খরিদার ছত্রিশ পাড়া এলাকায় (১৮ নং ওয়ার্ড) একই পরিবারের ৪ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এক ষাটোর্ধ্ব বৃদ্ধা , ৩৫ বছর বয়সী এক মহিলা সহ দুই কিশোর-কিশোরী’র (১৫ ও ৮) শরীরে করোনা’র জীবাণু পাওয়া গেছে। রেলশহরের বুলবুলচটি, ঝাপেটাপুর সংলগ্ন মীরপুর এলাকায় দুই ব্যক্তির (২৫ ও ৩০) শরীরে পাওয়া গেছে করোনা’র জীবাণু। এছাড়াও, খড়্গপুর শহরের সুভাষপল্লী এলাকায় ২৭ বছরের এক যুবকের, বারবেটিয়ার ক্যানেলপাড়া সংলগ্ন এলাকায় ২৭ বছরের এক যুবকের এবং ভবানীপুর এলাকার ৬ নং ওয়ার্ডের ৩৪ বছর বয়সী এক ব্যক্তিও করোনা সংক্রমিত হয়েছেন। এদিকে, ইন্দা বিদ্যাসাগরপুর এলাকায় ২ জন যুবক (৩৫ ও ২৯), দেবলপুরে (৫ নং ওয়ার্ডের) ৩৫ বছর বয়সী এক ব্যক্তি, মালঞ্চতে ২২ বছরের এক যুবতী এবং কৌশল্যার ২৪ বছর বয়সী এক যুবক করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়াও, মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসা করাতে আসা ৬৯ বছর বয়সী এক বৃদ্ধের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। মেদিনীপুর মেডিক্যালে চিকিৎসার জন্য আসা খড়্গপুর গ্রামীণের মাতকাতপুর (সতকুই সংলগ্ন) এলাকার ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ এবং হাট সুলতানপুর এলাকার এক ব্যক্তি (৪৫)ও এদিন করোনা সংক্রমিত হয়েছেন। সবমিলিয়ে, খড়্গপুর শহরে ২৮ জন ও গ্রামীণ এলাকার ২ জন করোনা আক্রান্ত হয়েছেন সোমবার রাতের জেলা স্বাস্থ্য ভবনের রিপোর্ট অনুযায়ী।
অপরদিকে, খড়্গপুর মহকুমার ডেবরা’র পিংলা (১ জন), উত্তরবাড় (১ জন), ধনেশ্বরপুর (১ জন) ও বালিচক (৩ জন) এলাকায় করোনা আক্রান্তদের সংস্পর্শে থাকা মোট ৬ জনের করোনা রিপোর্ট এদিন পজেটিভ এসেছে। দাঁতন ১ নং এর ৩ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। বেলদা থানার বেলদা শহরের সবুজপল্লী এলাকার দু’জন (৬৫ বছর বয়সী বৃদ্ধ এবং ৪৫ বছর বয়সী মহিলা) নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়াও,
বাখরাবাদ এলাকায় দু’জন এবং দেউলী এলাকায় ২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে, কেশিয়াড়িতে মিনি মার্কেট এলাকায় ২ জন করোনা আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে, খড়্গপুর মহকুমাতে ৪৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে, মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি পরিদর্শক দল পশ্চিম জেলার করোনা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আসছেন বলে সূত্র মারফত জানা গেছে।