পত্রিকা প্রতিনিধি : ঝাড়গ্রাম জেলাতেও করোনা সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। রাজ্যের করোনা বুলেটিন অনুযায়ী, রবিবার ঝাড়গ্রাম জেলায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৯ জন। ফলে, ঝাড়গ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, ৩৬ জন। চিকিৎসাধীন আছেন ৪৩ জন। ঝাড়গ্রাম শহর থেকে শুরু করে গ্রাম, সর্বত্রই এদিন সংক্রমিতের সন্ধান পাওয়া গেছে। ঝাড়গ্রামের করোনা হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে বলে জানা যায়।
ঝাড়গ্রামে বাড়ল কন্টেইনমেন্ট জোনের সংখ্যা। এদিন (রবিবার) সন্ধ্যের দিকে ঝাড়গ্রাম শহরের ৯ ও ৭ নম্বর (নতুনডিহি ও বাছুরডোবা) ওয়ার্ডের বেশ কিছু এলাকা কন্টেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করে ব্যারিকেড করা হল পুর প্রশাসনের তরফ থেকে। ৯ নম্বর ওয়ার্ডের পন্যবিথি মোড় থেকে পেট্রোল পাম্প পর্যন্ত, অন্যদিকে ৭ নম্বর ওয়ার্ডের দও সাইকেল স্টোর মোড় থেকে, পৌর মার্কেট ও লেভেল ক্রসিং পুরো এলাকা আগামী ১৬ ই আগস্ট পর্যন্ত পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে।
পাশাপাশি আগের থেকে জুবিলি মার্কেট, সবজি মার্কেট, সুভাষ পার্ক, কোর্ট রোড এর এলাকা গুলিতে কন্টেইনমেন্ট জোনের মেয়াদ আগামীকাল অর্থাৎ ১০ আগস্ট রাত ১২ টা অব্দি চলবে। এ বিষয়ে পুর প্রশাসক সুবর্ণ রায় জানান, “এদিন নতুন করে দুটি ওয়ার্ড এ আংশিক ভাবে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘিরে ফেলা হয়েছে, যা ১৬ আগস্ট পর্যন্ত করা হয়েছে।”