পত্রিকা প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলায় পূর্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলেও মেদিনীপুর শহরে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল ৬২ বছর বয়সী বাসন্তী মান্নার। তিনি ছিলেন শহরের কামারআড়া এলাকার পীরবাগানের বাসিন্দা। পরিবার সূত্রের খবর সম্প্রতি বাসন্তী দেবীর শরীরে করোনার উপসর্গ (জ্বর-সর্দি-কাশি) দেখা মেলায় গত ২৪ জুলাই তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু বাসন্তী দেবীর শরীরের অবস্থার অবনতি হলে কোভিড রিপোর্ট আসার আগেই পরিবারের লোকজন তাঁকে শহরের এক অভিজাত বেসরকারী হাসপাতালে ভর্তি করেন।জেলা স্বাস্থ্য দফতরের (২৫জুলাই) রাতের রিপোর্ট অনুযায়ী ওই প্রৌড়ার কোভিড রিপোর্ট পজিটিভ আসে।জেলা স্বাস্থ্য দফতর ও পুলিশ প্রশাসনের তৎপরতায় রাতেই তাঁকে শালবনীর কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
তাকে কোভিড হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছিল বলে আজ রবিবার সকালে জেলার উপ-মুখপাত্র আধিকারিক ডাক্তার সৌম্য শংকর সারেঙ্গী জানিয়েছিলেন। কিন্তু তার প্রবল শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপের সমস্যা থাকায় আজ দুপুরে মারা যান বলে জেলা স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে।এদিকে মেদিনীপুর শহরের ওই বেসরকারি হাসপাতালে ওই বৃদ্ধা সংস্পর্শে থাকা স্বাস্থ্যকর্মীদের এবং পরিবারের লোকজনদের জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা যায় স্বাস্থ্য দপ্তর সূত্রে । শহরের কা মারাআরা এলাকার পীর বাগানে বাঁশ দিয়ে ঘিরে পুলিশ প্রশাসনের উদ্যোগে কনটেইনমেন্ট জন ঘোষণা করা হয়েছে । শহরে এই প্রথম করনা আক্রান্তের মৃত্যু হওয়ায় আতঙ্কিত শহরবাসী ।