পত্রিকা প্রতিনিধি: মাধ্যমিকে শহরের প্রথম সান দাস এর প্রধান লক্ষ্য ভবিষ্যতে একজন বিজ্ঞানী হওয়া। বিদ্যাসাগর বিদ্যাপীঠ থেকে এবার সে ৬৮১ নম্বর পেয়ে শহরের মধ্যে প্রথম হয়েছে । তার বিষয়ভিত্তিক নম্বর গুলি হল বাংলায় ৯৬, ইংরেজিতে ৯৫, অংকে ১০০, ভৌতবিজ্ঞানে ৯৭, জীবন বিজ্ঞানের ৯৭, ইতিহাসে ৯৭ ভূগোলে ৯৯। সান থাকে শহরের কুইকোটা বিবেকানন্দ নগরের ভাড়া বাড়িতে ।বাবা গোপাল দাস লটারির টিকিট বিক্রি করেন , মা অনিতা দাস গৃহশিক্ষিকা। অবসর সময়ে এই মেধাবী ছাত্রটি ব্যস্ত থাকে ছবি আঁকতে ও গল্প বই পড়তে। টিভিতে সিনেমা দেখা গান শোনাও তার নেশা। তার সাফল্যের পেছনে রয়েছেন বাবা, মা ও বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকারা।আপাতত এই বিদ্যালয়েই বিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে সে ভবিষ্যতে বিজ্ঞানী হয়ে নতুন কিছু করার স্বপ্ন দেখে সান। ছেলের সাফল্যে খুশি তার বাবা, মা, শিক্ষক ও শিক্ষিকারা।
বাবা লটারির টিকিট বিক্রেতা, মাধ্যমিকে শহরে প্রথম স্থান পেয়ে তাক লাগাল সান
- Advertisement -