পত্রিকা প্রতিনিধি: সাতসকালে পথ দুর্ঘটনায় আহত এক যুবতী।হেলমেট থাকায় বরাত জোরে প্রান বাঁচে যুবতীর।সাত সকালে অফিস যাওয়ার পথে স্কুটি এবং একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় বেসরকারি লোন বিভাগের কর্মী।জানা গিয়েছে বেলদা থানার সরিষা মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই যুবতীকে।গুরুতর আহত হয় পিংকি রাউল নামে বছর ২১ এর এক যুবতী।বাড়ি বেলদা থানার গঙ্গা-যমুনা এলাকায়।গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের চেষ্টা তাকে ভর্তি করা হয় বেলদা গ্রামীণ হাসপাতালে।হাত পায়ে এবং মাথায় চোট থাকায় তাকে গুরুতর অবস্থায় স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।পরিবার সূত্রে খবর প্রতিদিন সাতসকালে স্কুটি নিয়ে কাজে যায় মেয়েটি।আজ সকালে কাজে বেরোনোর সময় আচমকাই বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি ধাক্কা মারলে ঘটে দুর্ঘটনা।
দুর্ঘটনার কারণ এই দুমড়েমুচড়ে যায় ওই যুবতী স্কুটিটি।দুর্ঘটনার জন্য বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে বেলদা থেকে উড়িষ্যা গামী ৫ নং রাজ্য সড়ক।পরে বেলদা থানার পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে যানযট নিয়ন্ত্রনে আনে।
0