পত্রিকা প্রতিনিধি:মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে একসঙ্গে ২৫জনের করোনা ধরা পড়ল। এদের মধ্যে ৫জন মহিলা রয়েছেন। ১৩জন তমলুক মহকুমার, ৭জন হলদিয়া মহকুমা এবং ৪জন এগরা মহকুমার। একদিনে এত জনের করোনা ধরা পড়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর। হলদিয়া পুরসভায় ৩জন, হলদিয়া ব্লকে ৩জন এবং মহিষাদলে একজন করোনা আক্রান্ত হয়েছেন। দুর্গাচকে ৩৪বছরের এক মহিলা ও তাঁর ১৪বছরের কিশোরী মেয়ের করোনা ধরা পড়েছে। এছাড়া দুর্গাচকের প্রিয়ংবদা সরকারি আবাসন এলাকায় এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে হলদিয়া পুরসভার ২০নম্বর ওয়ার্ডে রায়রাঞ্যাচক এলাকায় এক পরিযায়ী শ্রমিকের করোনা ধরা পড়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে। উনত্রিশ বছর বয়সের ওই যুবক গুজরাট থেকে ফেরার পর ১৪দিন কোয়ারেন্টাইনে ছিলেন। তাঁর করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় তিনি বাড়ি ফিরে আসেন রবিবার। পরে ফের করোনা রিপোর্ট পজিটিভ আসতেই আতঙ্ক ছড়ায়। কারণ ওই যুবক ও তাঁর পরিবার গত দুদিনে দেড়শোর বেশি লোকজনের সংস্পর্শে এসেছেন। এদিকে হলদিয়া ব্লকের দ্বারিবেড়িয়া এলাকায় ৩জন করোনা আক্রান্ত হয়েছেন। একের পর এক করোনা ধরা পড়ার পরও হলদিয়া পুরসভা ও ব্লক এলাকায় প্রশাসনের করোনা নিয়ে শিথিলতা রয়েছে বলে অভিযোগ। করোনা বিধির তোয়াক্কা না করে মাস্ক ছাড়াই রাস্তায় বা বাজারে ভিড় করছেন মানুষজন।
করোনাভাইরাস বাংলায় দিন দিন বিভিন্ন এলাকায় ভয়াবহ ধারণ করছে।নবান্ন সূত্রে সেই এলাকা গুলিকে লকডাউন ঘোষণা করা হচ্ছে আগামী বৃহস্পতিবার পাঁচটা থেকে।
পূর্ব মেদিনীপুর জেলা ১২টি কনটেইনমেন্ট জোন হল_
(১) তাম্রলিপ্ত পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড৮ নম্বর ওয়ার্ড ৯নম্বর ওয়ার্ড ,আংশিক ১৪ নম্বর ওয়ার্ড ১২নম্বর ওয়ার্ড, (আংশিক) ১৩ নম্বর ওয়ার্ড ,১৫ নম্বর ওয়ার্ড( আংশিক), 17 নম্বর ওয়ার্ড(আংশিক)।
(২) হলদিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড( শীঠপাড়া)
(৩) হলদিয়া ব্লক (দেউলপোতা পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রাম)
(৪) শহীদ মাতঙ্গিনী ব্লক( ধলহারা পঞ্চায়েতের ধলহারা উত্তরপাড়া ও খারুই-১ পঞ্চায়েতের গোবরা)
( ৫) মহিষাদল ব্লক( লক্ষ্যা) ১ নম্বর পঞ্চায়েতের লক্ষ্যা গ্রাম
(৬) সুতাহাটা ব্লক (কুকড়াহাটি পঞ্চায়েতে নাত পোতিয়া)।
(৭) দেশপ্রাণ ব্লক( সারোদা পঞ্চায়েত এর উত্তর সারদা)
(৮) তমলুক (পদুমপুর ২ পঞ্চায়েতের হিজলবেড়িয়া উত্তর ও দক্ষিণ গ্রাম এবং পিপুল বেড়িয়া ২ নম্বর পঞ্চায়েতে রামকালুয়া গ্রাম)
(৯) ভগবানপুর ১ নম্বর ব্লক (কাজলাগড় পঞ্চায়েতে কোপটা বেড়িয়া)
(১০)পটাশপুর 1 নম্বর ব্লক অমর্ষি এক নম্বর পঞ্চায়েতে অমর্ষি মার্কেট
(১১) পাঁশকুড়া পৌরসভার 1 নম্বর আংশিক দুই নম্বর নম্বর ওয়ার্ডে আংশিক 7 নম্বর ওয়ার্ড 18 নম্বর ওয়ার্ডে আংশিক এবং 10 নম্বর ওয়ার্ডে আংশিক( ১২) কোলাঘাট ব্লক (অমল হান্ডা) পঞ্চায়েতে বাবুয়া ও দেনান গ্রাম বৈষ্ণবচক পঞ্চায়েতের নাচিনান ভোরডাহা গ্রাম গোপালনগর পঞ্চায়েতের গোপালনগর বাজার, পুলসিটা পঞ্চায়েতের দেউলিয়া বাজার । কোলা ২ পঞ্চায়েতের পাইক পারি, ছাতিন্দা ও সাহাপুর গ্রাম এবং কোলা -১ পঞ্চায়েতের
বড়িষা ,বাড়বড়িষা গ্রাম, নতুন বাজার ও পুরনো বাজার।
প্রশাসন সূত্রে জানা গেছে, এই এলাকা গুলিকে জরুরী পরিষেবা অত্যাবশ্যকীয় পণ্য পরিবহন ছাড়া অন্য সকল ধরনের পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কনটেইনমেন্ট জোনে থাকা বাসিন্দারা সরকারি-বেসরকারি অফিসে যেতে পারবেন না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।