পত্রিকা প্রতিনিধি :জলপথে সূচনা হল ভারত- বাংলাদেশের পণ্য পরিবহন নোভেল করোনা ভাইরাসের মাঝে চিনের সঙ্গে ভারতের তিক্ত সম্পর্ক হলেও এবার বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও মধুর হল। এই প্রথম হলদিয়া থেকে শুরু হল ভারত- বাংলাদেশ জলপথ পণ্য পরিবহন ব্যবস্থা। মঙ্গলবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বন্দর থেকে এই পণ্য পরিবহনের সূচনা হয়। এদিন Mv purthvi নামক জাহাজ ৪৫টি কন্টেইনার নিয়ে এই পরিবহনের সূচনা করে। এই পরিবহনের জন্য সময় লাগবে ৭দিন। এদিনের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাপটেন আশরফ আলী শেখ, হলদিয়া বন্দরের জি এম ট্রাফিক এ কে মহাপাত্র,হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর আজগরআলী (পল্টু) ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর শেখ মজাফফর, ইব্রাহিম, শেখ সাদ্দাম সহ অন্যান্যরা। ভারত- বাংলাদেশের পণ্য পরিবহনের দায়িত্বে রয়েছে বেসরকারি সংস্থা ফাইভস্টার গ্রুপ অফ কোম্পানি।
2