পত্রিকা প্রতিনিধি: কান্নায় ভাসল গোটা সবং।সারা রাত জেগে শেষ বিদায় জানায় ঘরের ছেলেকে।ঘরের ছেলে শহিদ হয়েছেন।দেশের জন্য বলিদান দিয়েছে সবং এর শ্যামল।বছর দেড় এক আগে শহিদ হয়েছিলেন সবং এরই বীর পুত্র স্বপন।আর আজও সেই স্মৃতি উস্কে দিল শ্যামলের দেশের জন্য প্রান বলিদান।মৃত্যুর খবর আসতেই সিংপুর গ্রাম জুড়ে শোকের আবহ।নাওয়া খাওয়া ভুলেছে হাসিখুশি ছেলের মৃত্যু সংবাদে।
সুত্রের খবর শনিবার রাতে কলকাতার সিআরপিএফ হেড কোয়ার্টারে এসে পৌঁছায়।সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।রবিবার সকালে ৮ টা নাগাদ শহিদ শ্যামল কুমার দের নিথর কফিন বন্দি দেহ আসে সবং এর নিজের বাড়িতে।সিংপুরে বাঁধা মঞ্চে শায়িত রাখা হয় শহিদের কফিন।শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ঘাটাল লোকসভার অভিনেতা সাংসদ দিপক অধিকারী(দেব)।ছিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ,তৃণমূল সাংসদ মানস ভুঁইয়া,গীতারাণি ভুঁইয়া সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা।গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হয় কাশ্মিরের অনন্তনাগে শহিদ হওয়া বীর জওয়ান কে।পরিবারের হাতে তুলে দেওয়া হয় শহিদের ব্যাচ,ও তেরঙ্গা জাতীয় পতাকা।চারিদিক থেকে একটাই শব্দ-“শহিদ শ্যামল অমর রহে”।
গ্রামজুড়ে অরন্ধন।চোখের জলে বিদায়।আজই শেষকৃত্য শহিদ শ্যামলের।