পত্রিকা প্রতিনিধি:দেশজুড়ে দীর্ঘদিন লকডাউন চলেছে করোনা সংক্রমণের জেরে। তবে দেশে বর্তমানে আনলক ওয়ানের পথেও হাঁটছে। নিয়মকানুন কনটেনমেন্ট জোন ছাড়া সর্বত্র অনেকটাই শিথিল হয়েছে। খুলেছে অফিস,আদালত, ধর্মস্থানের দরজাও।তাই মান্দারমনির পর এবার বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলতে চলেছে দীঘা ও শঙ্করপুরের হোটেলের দরজাও। বুধবার বিকেলে পরিচালন কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পর্যটকদের প্রবেশপথেই থাকবে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা। তাছাড়া পর্যটকের ব্যাগপত্র সবই স্যানিটাইজ করা হবে। হোটেল রুম সংখ্যা যা হবে তার অর্ধেক ভাড়া দেওয়া হবে। একজন পর্যটক চেক আউট করার পর সেই ঘরও স্যানিটাইজ করা হবে। সেই সময় অন্য ঘরে থাকতে দেওয়া হবে অন্য পর্যটককে। তাছাড়া হাতে গ্লাভস, মুখে মাস্ক অত্যাবশ্যক।
তবে ১৫ জুন থেকে খুলছে তাজপুরের হোটেল। তবে এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি দিঘার হোটেল কর্তৃপক্ষ। করোনার ধাক্কা সামাল দিয়ে পর্যটন শিল্প কী ফের ঘুরে দাঁড়াতে পারবে,এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে হোটেল ব্যবসায়ীদের মনে।
দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র বলেন, এই মুহূর্তে প্রাথমিক ভাবে ঠিক হয়েছে আগামীকাল থেকে সংগঠনের সদস্যদের মধ্যে ৩০ শতাংশ হোটেল খোলার।
তবে এই খবর পাওয়ার পর অবশেষে মুখে হাঁসি ফুটেছে হোটেল মালিক সহ এলাকার ব্যবসায়ীদের মুখে।