পত্রিকা প্রতিনিধি : সোমবারের স্বাস্থ্য দপ্তরের শেষ রিপোর্ট অনুযায়ী ঘাটাল মহকুমা ৬ জনের শরীরে করোনার সংক্রমণ মেলে। দাসপুর ১ নম্বর ব্লকের উত্তর ধনেখালে এক যুবকের শরীরে করোনার হদিশ পাওয়া যায় । ওই যুবক গত ১৭ মে মহারাষ্ট্র বাসে করে থেকে বাড়ি ফেরেন । বিশেষ সূত্রের খবর , তিনি সোমবার সকালে ঘাটাল পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে দিদির বাড়ি ঘুরতে আসেন । করোনা আক্রান্তের খবর জানাজানি হতেই ঘাটাল থানার পুলিশের তৎপরতায় ওই যুবককে করোণা লেভেল ৩ বড়মা সিরোনা হাসপাতালে পাঠানো হয়। দ্বিতীয় করোনা আক্রান্তকারী দাসপুর ২ নম্বর ব্লকের চকসুলতানের বাসিন্দা । তৃতীয় করোনা আক্রান্তকারী ঘাটাল শহরের ১০ নম্বর ওয়ার্ডের গড়প্রতাপনগরের এক মহিলা । সূত্রের খবর কিছুদিন আগেই তিনি তার স্বামীর সাথে মহারাষ্ট্র থেকে ফিরেছেন । বাড়ি ফেরার আগে তার লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল , সোমবার রাতে ওই মহিলার কোভিড রিপোর্ট পজিটিভ আসে। মহারাষ্ট্র ফেরত ওই মহিলাকে সোমবার রাতেই পুরার বড়মা হাসপাতালে ভর্তি করা হয় ।
চতুর্থ আক্রান্তকারী ঘাটালের সেকেন্দারপুর এর একজন । পঞ্চম ও ষষ্ঠ করোনা আক্রান্তকারী ঘাটালের ঘোলা ও মোহনচকের বাসিন্দা । সোমবার সকালে চন্দ্রকোনা ১ ব্লকের মাড় গ্রামের বাসিন্দা পেশায় স্বর্ণ শিল্পী করোনায় আক্রান্ত হন । ওই যুবক (২৯) দিল্লিতে সোনার কাজ করতেন ।কিছুদিন আগেই তিনি বাড়ি ফিরেছেন ।২২ মে তার লালারসের নমুনা সংগ্রহ করা হলে সোমবার সকালে তার কোভিড রিপোর্ট পজিটিভ আসে। এছাড়াও দাসপুরের শীতলপুর ও দানিকোলায় দুজন করে মোট চার জন পরিযায়ী শ্রমিক করোনায় আক্রান্ত হন । ঘাটাল মহকুমায় দুদিনে মোট ১১ জন করোনা আক্রান্তের সন্ধান মেলে।
0