পত্রিকা প্রতিনিধি ; তার জার্সির নাম্বারও ৭, এবং তার জন্মদিনও ৭ জুলাই । এই সাত নম্বর দেখলেই মনে পড়ে যায় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নক্ষত্র যিনি ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ,2011বিশ্বকাপ ,চ্যাম্পিয়ন ট্রফি তা ভারতকে শীর্ষস্থানে নিয়ে গেছেন ক্যাপ্টেন কুল মাহি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির । মঙ্গলবার বিকেলে খড়গপুরে ধুমধাম করে পালন করা হল ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্মদিন। ২০০১ সালে বন্ধু সত্যপ্রকাশের হাত ধরে খড়গপুর এসেছিলেল রেলের টিটিইর চাকরী করবে বলে। আর সেই সঙ্গে ভালো ক্রিকেট খেলার সৌজন্যে এই খড়গপুর থেকেই বাংলাদেশগামী ক্রিকেট দলের সদস্য হয়েছিলেন।তার পর বাকিটা ইতিহাস । খড়্গপুরের টিটির তে চাকরি করার কালীন সাউথ সাইড স্থিত একটি ছোট ঝুপড়ির টমাস চায়ের দোকানে বন্ধু সাথিয়া দীপাক রবিনের সঙ্গে আড্ডা দিতেন এবং থমাস এর বিখ্যাত চা ও ঘুগনি খেতে ভালোবাসতেন আর সেই খড়গপুরে থাকাকালীন যে সমস্ত মানুষজনকে পাশে পেয়েছিলেন ধোনি এদিন তারাই ধুমধাম করে পালন করলো ধোনির জন্মদিন। ধোনির বন্ধু সত্যপ্রকাশ ছাড়াও এদিন এই জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিপক,রবিন,চা ওয়ালা থমাস ও চাউমিন দোকানি কমল এর সাথে ছিলেন খড়গপুরের বিধায়ক প্রদীপ সরকার। এদিন ধোনির জন্মদিন উপলক্ষে বিনে পয়সায় সক্কলকে চা ও খাওয়ার ব্যবস্থা করা হয় । রিয়েল লাইফের ধোনির এই জন্মদিন আরো বেশি করে খড়গপুরবাসীর কাছে বেশি করে মনে করিয়ে দিয়েছে রিল লাইফের হিরো সুশান্ত সিং রাজপুতের সাম্প্রতিক অকাল প্রয়ান।যা কিছু টা হলেও জন্মদিন পালনের অনুষ্ঠানকে ভারাক্রান্ত করেছে।
কলকাতায় এলে ভুলে না কোনদিন বন্ধুদের তাই সমস্ত বন্ধুদের হোটেলেই ডেকে দেখা করেন তাদের সঙ্গে আড্ডা দেওয়া কথা বলাতেন মহেন্দ্র সিং ধোনি জিজ্ঞেস করতেন খড়্গপুরের কথা । খড়্গপুরের সমস্ত বন্ধুরা চায় ভারতের হয়ে আরো কয়েকদিন খেলুক মহেন্দ্র সিং ধোনি বিশ্ব ক্রিকেটে আরও আরো একাধিক নাম নথিভুক্ত করে ভারত ।
2
previous post