ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ওড়িশার বালেশ্বরে ভয়াবহ করমন্ডল ট্রেন দুর্ঘটনায় পশ্চিম মেদিনীপুরে ইতিমধ্যে শতাধিক জন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি। যার মধ্যে মেদিনীপুর সদর হাসপাতালেই ৬০ জন ভর্তি রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। শুক্রবার সন্ধ্যায় উড়িষ্যা রাজ্যের বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তাতে দুপুর পর্যন্ত ২৮৮ জনের মৃত্যু হয়েছে বলে রেল দপ্তর থেকে জানা গিয়েছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
আহত কয়েকশো। এ যেন মৃত্যুপুরী! আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তির পাশাপাশি চলছে উদ্ধারকার্য। ঘটনাস্থলে গিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শতাধিক আহতকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে জেলায়। মেদিনীপুর হাসপাতালে ভর্তি থাকা ৬০ জনের মধ্যে রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা সহ বিভিন্ন জেলার বাসিন্দারাও। হাসপাতাল সুপার জয়ন্ত কুমার রাউত জানিয়েছেন, আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য। তার জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চিকিৎসা চলছে। জেলা থেকে মেডিক্যাল টিম গিয়েছে দুর্ঘটনাস্থলে।
Coromandel Express Accident
আরও পড়ুন : দুমড়েমুচড়ে যাওয়া করমন্ডলের কামরা থেকে উদ্ধার ঝাড়গ্রামের দিনমজুরের মৃতদেহ, মৃতের সংখ্যা বেড়ে ২৬১
জেলা পুলিশ প্রশাসন, মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকেও হাসপাতালে নজরদারি রয়েছে আহতদের চিকিৎসার বিষয়ে। রয়েছে রেড ভলেন্টিয়ার, তৃণমূল, বিজেপি, এসইউসিআই সহ বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিরাও। রক্তের যাতে কোন অভাব না ঘটে তার জন্য বিভিন্ন মানুষ স্বেচ্ছায় রক্ত দিতে এগিয়ে এসেছেন। রক্ত আন্দোলনের নেতা ফারুকউদ্দিন মল্লিক বলেন, “রক্তের অভাব যাতে না হয় তার জন্য আমরা প্রস্তুত। রক্তদানে এগিয়ে আসার জন্য বিভিন্ন জায়গায় বার্তা দেওয়া হয়েছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও ২০০ জন তৈরি রয়েছেন, রক্তের প্রয়োজনে তারাও এগিয়ে আসবেন।”
আরও পড়ুন : বন সহায়কের ১০০ পদে পশ্চিম মেদিনীপুরে আবেদন ২৫ হাজার, রয়েছেন বি টেক, এমএ, এমএসসি ডিগ্রিধারীরা
আরও পড়ুন : রেলবাজেটে ঘোষণা হলেও রেলপথ হয়নি, ঘাটালে রেলপথের দাবিতে এবার সোশ্যাল মিডিয়ায় ঝড়
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Coromandel Express Accident
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper