পত্রিকা প্রতিনিধিঃ উমপুন পরবর্তী পরিস্থিতিতে পোস্টারের মাধ্যমে ও মাইক বিহীন ভাবে স্লোগান দিয়ে বিভিন্ন দাবি তুলে আন্দোলনে সোচ্চার হল সিপিএম। শনিবার খড়গপুর শহরের প্রেমবাজারে লকডাউন বিধি মেনে বিভিন্ন দাবি জানান হয়। অবিলম্বে ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতিতে কেন্দ্রীয় সরকার কর্তৃক জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করা, ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি পুনর্নিমান সহ অন্যান্য সাহায্যের জন্য কেন্দ্রীয় সরকারের জরুরি ভিত্তিতে অর্থ সাহায্য করা, ঝড় বিধ্বস্ত এলাকায় অবিলম্বে কেন্দ্রীয় সমীক্ষক দল পাঠানো, ত্রানকার্যে কোনও রূপ দলবাজি না করা প্রমুখ। এদিনের কর্মসূচিতে ছিলেন সিপিএমের নেতা বিজয় পাল, সবুজ ঘোড়ই, স্মৃতিকণা দেবনাথ, অমিতাভ দাস প্রমুখ।
ঘূর্ণিঝড়ের মোকাবিলায় বিভিন্ন দাবিতে খড়গপুরে সোচ্চার হল সিপিএম
You Might Also Like
Biplabi Sabyasachi
- Advertisement -