Home » West Midnapore : বেলদায় পুলিশের সমস্যা দূরীকরণে অভিনব উদ্যোগ বাইক কোম্পানির! প্রদান করা হল ৪৯ টি ব‍াইক

West Midnapore : বেলদায় পুলিশের সমস্যা দূরীকরণে অভিনব উদ্যোগ বাইক কোম্পানির! প্রদান করা হল ৪৯ টি ব‍াইক

by Biplabi Sabyasachi
0 comments

West Midnapore : বেলদায় পুলিশের কাজে সহায়তার জন্য ৪৯ টি মোটরবাইক প্রদান। সোমবার বিকেলে বেলদাতে শোরুমের সামনে ছিল অনুষ্ঠান। বিধাননগর পুলিশ এবং ডায়মন্ড হারবার পুলিশ কমিশনারেটের হাতে তুলে দেওয়া হয়েছে এই মোটরবাইকগুলি।


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুরের বেলদায় একটি মোটরবাইক শো-রুমের উদ্যোগে ও একটি মোটরবাইক প্রস্তুতকারক কোম্পানির পক্ষ থেকে পুলিশের কাজে সহায়তার জন্য ৪৯ টি মোটরবাইক প্রদান করা হল। সোমবার বিকেলে বেলদাতে শোরুমের সামনে ছিল অনুষ্ঠান। বিধাননগর পুলিশ এবং ডায়মন্ড হারবার পুলিশ কমিশনারেটের হাতে তুলে দেওয়া হয়েছে এই মোটরবাইকগুলি।

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে সজোরে ধাক্কা বাইক আরোহীর, মৃত ১

নিজস্ব চিত্র : পুলিশের কাজে সহায়তার জন্য ৪৯ মোটরবাইক প্রদান

কর্পোরেট সোশ্যাল রেসপনসেবলিটি প্রকল্পের অধীনে পুলিশের কাজের সুবিধায় এই দ্বিচক্র যান প্রদান করা হয়েছে। উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পুলিশ কমিশনারেটের আধিকারিক কুমারেশ দাস, অভিজিৎ মুখোপাধ্যায় এবং বিধান নগর পুলিশ কমিশনারেটের প্রতিনিধি অজয় কুন্ডু। এছাড়াও উপস্থিত ছিলেন বাইক প্রস্ততকারক কোম্পানির প্রতিনিধি রামপ্রসাদ ঘোষ, সৌম্যজিত দাস, খড়গপুর এআরটিও জীবন কুমার কর্মকার।

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে আদালতের নির্দেশ ভাঙল বৃদ্ধার বাড়ি, পুনর্বাসনের আশ্বাস ক্ষীরপাই পুরসভার

Advertisement

বেলদার এই মোটরবাইক শো-রুমের কর্ণধার মুরারী গিরি ও গৌরগোপাল গিরি জানান, আমাদের পক্ষ থেকে ডায়মন্ড হারবার পুলিশ কমিশনারেটের জন্য ২১ টি এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের জন্য ১৯ টি বাইক দেওয়া হল। মেদিনীপুরের একটি শো-রুম থেকে আরও ৯ টি বাইক তুলে দেওয়া হল। পুলিশের কাজের সুবিধার্থে কোম্পানি ও শো-রুমের এই উদ্যোগ। পুলিশের আধিকারিক  রামপ্রসাদ ঘোষ বলেন,”এবছর বাইক কোম্পানির পক্ষ থেকে পশ্চিমবঙ্গে মোট ১২৮৩ টি মোটর বাইক পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ ও প্রশাসনের দেওয়া হচ্ছে।”

আরও পড়ুন : জঙ্গলমহলে অশান্ত পর্বের বিদ্যুৎ বিল নিয়ে ফাঁপড়ে মেদিনীপুর সদরের জঙ্গল ঘেরা গ্রামবাসীরা

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

West Midnapore

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.