Home » গোপীবল্লভপুরে আবগারি দপ্তরের হানায় উদ্ধার ৪৪০ লিটার চোলাই মদ

গোপীবল্লভপুরে আবগারি দপ্তরের হানায় উদ্ধার ৪৪০ লিটার চোলাই মদ

by Biplabi Sabyasachi
0 comments

Excise department raid

আরও পড়ুন ঃইউজিসি নেট ২০২০ পরীক্ষার ফলাফল ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।

পত্রিকা প্রতিনিধি: গ্রামেগঞ্জে চোলাই মদের রমরমা ব্যবসা নিয়ে একাধিকবার সরব হয়েছেন গ্ৰামবাসীরা।খবরের জেরে ফের হানা দিয়ে অবৈধ চোলাই মদ উদ্ধার করে নষ্ট করল আবগারি দফতর ও গোপীবল্লভপুর থানার পুলিশ। গোপীবল্লভপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৪০ লিটার চোলাই মদ উদ্ধার করে নষ্ট করল আবগারি দপ্তর ও গোপীবল্লভপুর থানার পুলিশ। এদিন অভিযান চালানো হয় গোপীবল্লভপুর ১ ব্লকের আশুই, পাঁচকাহানিয়া,ডেঙ্গাকইমা এলাকায়।

গোপীবল্লভপুরে আবগারি দপ্তরের হানায় উদ্ধার ৪৪০ লিটার চোলাই মদ

আবগারি দপ্তর জানিয়েছে, বেআইনিভাবে মদ তৈরির ৪৪০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করে নষ্ট করে দেওয়া হয়েছে। কোথাও চোলাই মদ ভর্তি জ্যারিকেন, কোথাও বা হাঁড়ি বোঝাই গুড় মেলে।সব কিছু ফেলে দিয়ে নষ্ট করে দেয় আবগারি দপ্তর ও গোপীবল্লভপুর থানার পুলিশ। আবগারি দফতর সূত্রে জানা গেছে,প্রায় দিন এখন অভিযান চালিয়ে বিপুল পরিমাণে চোলাই মদ উদ্ধার করা হবে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Excise department raid

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.